গোপালগঞ্জের কাশিয়ানীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ যাত্রী।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার ভাটিয়পাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমানকে জানান, গোপালগঞ্জ থেকে কাশিয়ানীগামী যাত্রীবাহী একটি লোকাল বাস ভাটিয়পাড়া মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনজন এবং কাশিয়ানী হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত কমপক্ষে ২০ জন ওই হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
সুত্র-বাংলাদেশ প্রতিদিন
Leave a Reply