Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বাসুদেববাড়ি আইডিয়াল ফুটবল ক্লাবের জার্সি উন্মোচন

স্টাফ রিপোর্টার- জগন্নাথপুর পৌর শহরের বাসুদেব বাড়ি আইডিয়াল ফুটবল ক্লাবের জার্সি উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার রাতে আনুষ্ঠানিকভাবে শহরের আরএফসি রেষ্টুরেন্টে জার্সি উন্মোচন উপলক্ষে এক উদ্বোধনী সভা বাসুদেব বাড়ি আইডিয়াল ফুটবল ক্লাবের সভাপতি সুদীপ ভট্টাচার্যের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুবল দেবের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন দৈনিক প্রথম আলোর জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি জগন্নাথপুর টুয়েন্টি ফোর ডটকম সম্পাদক অমিত দেব,বাসুদেব বাড়ি আইডিয়াল ফুটবল ক্লাবের উপদেষ্টা অরূপ সরকার, উপজেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকমল হোসেন ভূইয়া,বাসুদেব বাড়ি আইডিয়াল ফুটবল ক্লাবের টিম ম্যানেজার ক্রীড়া সংগঠক রাজন দাশ, কোচ রুমানুল হক রুমেন,

ক্রীড়া সংগঠক তৈয়বুর রহমান সিতু,আবদুল মুকিত,জুয়েল হোসেন,বাসুদেববাড়ি আইডিয়াল ফুটবল ক্লাবের খেলোয়াড় হাসান আদিল,ওলিউর রহমান প্রমুখ। প্রসঙ্গত প্রথমবারের মতো বাসুদেব বাড়ি আইডিয়াল ফুটবল ক্লাব এবার ১৭তম উপজেলা ফুটবল এসোসিয়েশন খেলায় অংশ গ্রহণ করছে। ক্রিকেটের পাশাপাশি ফুটবল টিম হিসেবে আত্মপ্রকাশ করায় বাসুদেব বাড়ি আইডিয়াল ফুটবল ক্লাবের প্রতি শুভ কামনা জানান জার্সি উন্মোচনে উপস্থিত থাকা ক্রীড়াপ্রেমীরা।

বিশেষ করে জনপ্রিয় তারকা ফুটবলাররা বাসুদেব বাড়ি আইডিয়াল ফুটবল ক্লাবের হয়ে খেলায় অংশ গ্রহণ করায় তাদের প্রতি শুভ কামনা জানানো হয়। পরে খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেন অতিথিরা।

Exit mobile version