স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর পৌর এলাকার বাসুদেববাড়ি মহিলা গীতা সংঘের উদ্যোগে সোমবার শ্রীশ্রীরাধাষ্টমী উৎসব যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীয্যর্পূণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধমীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হয়। দিনব্যাপী উৎসবে বিভিন্ন কমর্সূচী পালিত হয়। সকাল বের হয় এক বিশাল রালী বাসুদেব শ্রীমন্দির থেকে শুরু হওয়া র্যালী পৌর এলাকার গুরুত্বপূন সড়ক ঘুরে বাসুদেবশ্রীমন্দিরে এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন বাসুদেববাড়ী মহিলা গীতা সংঘের সভাপতি গীতা চক্রবর্তী। এসময় মহিলা গীতা সংঘের নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা সংঘের সভাপতি আশিষ চন্দ্র দে, উমা কান্ত গোপ, অনন্ত পাল প্রমুখ। পরে বাসুদেববাড়িতে গীতা পাঠ ও ধমীয় আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না। ন