Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বাসভবনে ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন ইরাকের প্রধানমন্ত্রী

জগন্নাথপুর২৪ ডেস্ক::
অল্পের জন্য রক্ষা পেলেন ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাদিমি। রোববার রাজধানী বাগদাদে তার বাসভবনে ড্রোন হামলা চালানো হয়েছে। তবে তিনি অক্ষত অবস্থায় আছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।

দেশটির সামরিক বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, রোববার ভোররাতে রাজধানী বাগদাদের গ্রিন জোনে কাদিমির বাসভবনকে বিস্ফোরক ভর্তি একটি ড্রোনের লক্ষ্যস্থল করা হয়েছিল। এ হামলায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। খবর রয়টার্সের।
নিশ্চিদ্র নিরাপত্তায় মোড়া বাগদাদের গ্রিন জোন এলাকায় কীভাবে এই হামলা চালানো হলো, কারা এই হামলা চালেলো এবং এই ঘটনায় নিরাপত্তা ব্যবস্থায় কোথায় ত্রুটি ছিল তা নিয়ে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে বলে সেনা সূত্রে জানানো হয়েছে। যদিও এখনও এই হামলার দায় কোনও ব্যক্তি বা গোষ্ঠী স্বীকার করেনি।

Exit mobile version