স্টাফ রিপোটার:: পাত্র প্রবাসী তাই মেয়ের বিয়ের বয়স হয়নি জেনেও ডাকডোল পিটিয়ে বিয়ের আয়োজন করা হয়েছিল জগন্নাথপুর পৌরসভা কেশবপুর গ্রামের ওয়াহিদ আলীর মেয়ে কেশবপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী হালিমা বেগম এর। শুক্রবার বিয়ে হওয়ার কথা ছিল একই গ্রামের ঝনিক মিয়ার ছেলে মালেশিয়া প্রবাসী শেলু মিয়ার সাথে। বিয়ের সব আনুষ্ঠানিকতায় শুরু আগেই উপজেলা প্রশাসন থেকে এ বিয়ে বন্ধ করতে কঠোর নিদেশ দেয়া হয়। পরে উভয় পরিবারের সন্মতিতে বিয়ের আয়োজন বন্ধ করা হয়। কেশবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফররুখ আহমদ বলেন, উভয় পরিবার ১৮ বছর হওয়ার পর বিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়ায় বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পেল আমার বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী হালিমা বেগম। জগন্নাথপুর উপজেলার ইউএনও মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, বাল্য বিবাহের কুফল বিষয়ে উভয় পরিবারকে বুঝানোর কারণে উভয় পরিবারের সন্মতিতে বিয়ে বন্ধ হয়।
Leave a Reply