জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: গুঞ্জনটা সত্যি হতে চলেছে। বার্সেলোনা ছেড়ে দিলেন নেইমার। ইতিমধ্যে স্পেনের ক্লাবটি তাকে অন্য কোথাও যোগ দেয়ার অনুমতি দিয়ে দিয়েছে। এমন কি নেইমার তার বার্সা-সতীর্থদের কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছেন। এমন খবর দিয়েছে ‘বিবিসি’ ও ‘মার্কা’। প্রাক-মৌসুম যুক্তরাষ্ট্র সফরে বার্সেলোনাদলের সঙ্গে ছিলেন নেইমার। সেখান থেকে সবাই স্পেনে ফিরলেও নেইমার যান চীনে। সেখানে ব্যবসায়িক কাজ শেষ করে প্যারিস সেইন্ট জার্মেই’র (পিএসজি) মালিক নাসের আল খেলাইফির সঙ্গে দেখা করার খবর দিচ্ছিল বৃটিশ মিডিয়া। কিন্তু সেটা না করে তিনি চীন থেকে আবার বার্সেলোনায় ফেরেন। উদ্দেশ্য ছিল- তার বার্সেলোনার সতীর্থদের কাছ থেকে বিদায় নেয়া। আজ বুধবার বার্সেলোনার খেলোয়াড়দের অনুশীলন ছিল। সেখানে গিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে ফেলেছেন বলে জানালো বিবিসি। সবাইকে বলে দিয়েছেন যে, তিনি পিএসজিতে যোগ দিচ্ছেন। নেইমারের পিএসজিতে যোগ দেয়ার এখন মাত্র আনুষ্ঠাতিকতা বাকি। ব্রাজিলের এ স্ট্রাইকারের রিলিজ ক্লজ ২২২ মিলিয়ন ইউরো। পিএসজি থেকে বছরে তিনি ৩০ মিলিয়ন ইউরো বেতন পাবেন।