যুক্তরাজ্য প্রতিনিধি: বার্মিংহ্যামে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে অজ্ঞাত দুর্বৃত্তের গুলিতে নিহত আখতার জাভিদের পোস্টমর্টেম সম্পন্ন হয়েছে। ঘাড়ে শটগানের গুলিতে তিনি নিহত হন বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ইস্ট লন্ডনের ইস্টহ্যামের বাসিন্দা আখতার জাভিদের নিহতের ঘটনায় বাকরুদ্ধ হয়ে আছেন তার পরিবারের সদস্যরা। পারিবারিক স্বজনরা এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দেখতে চান।
ইস্ট লন্ডনের ইস্টহ্যামের বাসিন্দা আখতার জাভিদকে গত বুধবার বার্মিহ্যামে তাঁর নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে মুখোশধারী দুবৃত্তরা গুলি করে হত্যা করে। রিয়া স্ট্রীটে আখতার জাভিদের ফুড ও ড্রিঙ্ক সাপ্লাইয়ের একটি ব্যবসা ছিল। তিনি লন্ডন থেকে গিয়ে তা পরিচালনা করতেন। মিডল্যান্ডস পুলিশ ধারণা করছে, ছিনতাইয়ের উদ্দেশ্যেই ৪ সন্তানের জনক ৫৬ বছর বয়সী আখতার জাভিদকে মুখোশধারীরা আখতার জাভিদকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী একটি মিনিক্যাব ড্রাইভারকে খুঁজছে পুলিশ। আখতার জাভিদের ঘাড়ে গুলি লেগেছে বলে পোস্টমর্টেম রিপোর্টে উল্লেখ করা হয়েছে। কর্তৃপক্ষের কাছ থেকে মরদেহ গ্রহণের অপেক্ষায় আছেন পরিবারের সদস্যরা।
Q