আমিনুল হক ওয়েছ লন্ডন থেকে ঃ রোকাইয়া বেগম ও আফিয়া বেগমকে উপদেষ্ঠা করে দুজন উপদেষ্ঠাসহ ৫৫ সদস্য বিশিষ্ট বার্মিংহাম আওয়ামি মহিলা লীগের কমিটি‘র নাম ঘোষনা করা হয়েছে। নবগঠিত বার্মিংহাম আওয়ামি মহিলা লীগের সভাপতির দায়িত্ব পেয়েছেন বিপাশা জান্নাত স্বপ্না আর সাধারণ সম্পাদক হয়েছেন ফাহিমা রহিম। ১৯ সেপ্টেম্বর শনিবার বার্মিংহামের কভেন্ট্রি রোডের একটি রেষ্টুরেন্টে বার্মিংহাম আওয়ামি মহিলা লীগের উদ্যোগে অনুষ্ঠিত এক সভায় নতুন এই কমিটির নাম ঘোষণা করা হয়। বার্মিংহাম আওয়ামিলীগের বিভিন্ন নেতাকর্মী ও মহিলা আওয়ামীলীগের বিপুল সংখ্যাক মহিলার উপস্থিতিতে যুক্তরাজ্য আওয়ামি মহিলা লীগের সভাপতি মিসেস খালেদা মোস্তাক কোরেশী ও সাধারন সম্পাদক মুসলীমা খাতুনের পক্ষ থেকে নবগঠিত কমিটির নাম ঘোষনা করেন বার্মিংহাম আওয়ামিলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি,প্রবীণ কমিউনিটি নেতা ইব্রাহিম আলী। কমিটি ঘোষনার পর বার্মিংহাম আওয়ামি মহিলা লীগের নতুন কমিটির নেতৃবৃন্দকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বার্মিংহাম আওয়ামিলীগের সভাপতি কবীর উদ্দিন,যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম কিসলু,কোষাধ্যক্ষ ফখরুল ইসলাম,সাংবাদিক নাসির আহমেদ শ্যামল, বার্মিংহাম উদীচির সাধারণ সম্পাদক সাইফুর রহমান বাসিক,গ্রেটার মিডল্যান্ডস ছাত্রলীগের সাধারণ সম্পাদক খালেদ ভূইয়া প্রমূখ। বার্মিংহাম আওয়ামি মহিলা লীগের নতুন কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি মৌসুমী মজিদ,অমিতা বেগম,বিলকিস বেগম,নার্গিস বেগম ও ফাহমিদা রহমান,যুগ্ম সম্পাদক তামান্না জায়গীরদার ও সুবর্ণা সুলতানা,সাংগঠনিকম সম্পাদক শায়লা বেগম,ছায়রা বেগম ও আফসানা শিরিন,প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারজানা খানম,দপ্তর সম্পাদক শামিমা আক্তার,শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক নাহিদা বেগম,ত্রাণ ও সমাজ-কল্যাণ সম্পাদক সুফিয়া বেগম,কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক রুকসানা বেগম,শ্রম সম্পাদক মাহমুদা বেগম,তথ্য ও গবেষণা সম্পাদক সাহেলা বেগম,আইন বিষয়ক সম্পাদক পান্না খানম লিপি,মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মায়া বেগম,কোষাধ্যক্ষ রুবিনা সেজান চৌধুরী,ধর্ম বিষয়ক সম্পাদক শিমুল,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শেফালী বেগম,শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক রিতা বেগম। এছাড়া সদস্যরা হলেন হাজেরা বেগম,সালমা বেগম,জো¯œা বেগম,রতœা বেগম,পান্না বেগম,সুফিয়া বেগম,কবিতা বেগম,মমতাজ বেগম,লুৎফা বেগম,রুবি বেগম,লায়লা বেগম,জলি রহমান,নিহা পারভীন,রাজিয়া বেগম,শিপা আক্তার,লাকী বেগম,ফাতিহা বেগম,রাবেয়া বেগম,হ্যাপি আক্তার,আম্বিয়া বেগম,শিরিন বেগম,রুবিনা বেগম,পারভীন বেগম,মোমিনা আক্তার,খাদিজা বেগম ও জাহানারা বেগম।
Leave a Reply