1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
বাবার বাড়ি যাওয়া হলো না সাদিয়ার - জগন্নাথপুর টুয়েন্টিফোর
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:২৭ পূর্বাহ্ন

বাবার বাড়ি যাওয়া হলো না সাদিয়ার

  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ৯৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যাওয়া হলো না সাদিয়ার। ছোট ভাইকে নিয়ে বাবার বাড়ি যাবার পথে সিএনজি নিয়ন্ত্রণ হারানোয় সড়কে পড়ে মারা যান ২৫ বছর বয়সী এই নারী। সাদিয়া দোয়ারাবাজার উপজেলার রামপুর গ্রামের আব্দুল কাদিরের মেয়ে।

জানা যায়, শনিবার দোয়ারাবাজার উপজেলার শ^শুর বাড়ি হাজারিগাঁও থেকে বাবার বাড়ি উপজেলার রামপুর উদ্দেশ্যে বের হন সাদিয়া (২৫)। সাথে ছিল আপন ছোট ভাই আতিকুর রহমান। দুপুর সাড়ে ১২টায় দোয়ারাবাজার উপজেলার ধনপুর নামক স্থানে তারা পৌঁছান।

এসময় সুনামগঞ্জ থেকে আরেকটি সিএনজি আজমপুর খেয়া ঘাটের দিকে যাচ্ছিল। একপর্যায়ে একটি সিএনজির সাথে আরেকটি সিএনজি লাগার উপক্রম হয়। সংঘর্ষ এড়াতে তাৎক্ষণিক দুইটি সিএনজি দুইদিকে টার্ন করে পাশ কাটায়। এ ঘটনায় সাদিয়াদের বহনকারী সিএনজি নিয়ন্ত্রণ হারায় ও সাদিয়া পড়ে আঘাতপ্রাপ্ত হয়ে মারা যান।

বিকালে সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরী বিভাগে দায়িত্বরত ডা. জুবায়ের জানান, হাসপাতালে মৃতদেহ নিয়ে আসা হয়েছে। আমরা পোস্টমর্ডামের জন্য চিঠি পাঠিয়েছি।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মো. বদরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, শ^শুর বাড়ি থেকে বাবার বাড়ি যাচ্ছিলেন সাদিয়া। সাথে ছিল আপন ছোট ভাই। ধনপুর নামক স্থানে তাদের বহনকারী সিএনজি নিয়ন্ত্রণ হারায় এবং সাদিয়া সড়কে পড়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মারা যান।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com