1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
বাধা পেরিয়ে উচ্ছ্বসিত জগন্নাথপুরের শিক্ষার্থীরা - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম:
দক্ষিণ এশিয়ার কোন দেশে কত শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ কে  সামনে রেখে মাটি ভরাট কাজের উদ্ধোধন শাওয়ালের ছয় রোজার বিশেষ গুরুত্ব জগন্নাথপুর ইয়াং স্টারের ঈদ পুর্ণমীলনী ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত পশ্চিম ভবানীপুর লতিফিয়া সমাজকল্যাণ যুব সংঘের ঈদ পুনর্মিলনী ও প্রবাসী সদস্যদের সংবর্ধনা ট্রেনের ছাদে টিকটক বানাতে গিয়ে ২ যুবকের মৃত্যু উগ্রপন্থা-চরমপন্থার সুযোগ কাউকে দেওয়া হবে না: তথ্য উপদেষ্টা চট্টগ্রামে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১০ জগন্নাথপুরে ফেসবুকে পোষ্ট দেয়ার জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪০ জগন্নাথপুরে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট’স এসোসিয়েশনের কমিটি গঠন

বাধা পেরিয়ে উচ্ছ্বসিত জগন্নাথপুরের শিক্ষার্থীরা

  • Update Time : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

বিশেষ প্রতিনিধি::

প্রায় দেড় বছর পর খুলেছে স্কুল-কলেজ। দীর্ঘদিন পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলায় উচ্ছ্বসিত দেশের শিক্ষার্থীরা। আনন্দ-উচ্ছ্বাসের কমতি ছিল না সুনামগঞ্জের জগন্নাথপুরেও।

আজ রোববার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দেখা যায়, উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সোনাতনপুর গ্রামের একটি খালের উপর নির্মিত ঝুঁকিপূর্ণ বাশেঁর সাঁকো দিয়ে শিশু শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাচ্ছে। সাঁকো পারাপারের সময় অনেক শিক্ষার্থীর আনন্দিত মুখ মলিন হয়ে যায় ভয়ে। তবে সাঁকো পার হওয়ার পর বিদ্যালয়ে যেতে পেরে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা।

কথা হয় ৫ম শ্রেণির ছাত্রী তাসকিরা ইসলামের সঙ্গে। সে জানায়, গ্রামের সোনাতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করছে সে। করোনাভাইরাসের কারণে অনেকদিন ধরে বিদ্যালয় বন্ধ ছিল। যে কারণে লেখাপড়ার ক্ষতি হয়েছে। স্কুল খুলেছে, তাই খুবই ভালো লাগছে। তবে ভয় হচ্ছিল বিদ্যালয়ে যাওয়ার পথে ঝুঁকিপূর্ণ সাঁকো পার হতে হবে- এটা ভেবে। সাঁকো পার হওয়ার পর এখন তার খুশি লাগছে বিদ্যালয়ে যেতে পারছে ভেবে।

তার মতো সাঁকো পার হতে ভয় পায় বলে জানিয়েছে অনেক শিক্ষার্থী। এই সাঁকো দিয়ে সোনাতনপুর, কুরিহাল ও আহমদাবাদ- এই তিন গ্রামের শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাতায়াত করে আসছে।

সকাল সাড়ে ১০টায় সোনাতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ৫ম ও ৩য় শ্রেণির কক্ষে স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক পড়ে পাঠ গ্রহণ করছে শিক্ষার্থীরা। সরকারি নির্দেশনা অনুযায়ী ইতোমধ্যে স্কুল পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। হাত ধোয়ার জন্য পানির ব্যবস্থা রাখা হয়েছে। রয়েছে সাবানও।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেছার আহমদ জানান, ১৯৭০ সালে বিদ্যালয়টি স্থাপিত হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে বর্ষা মৌসুমে সাঁকো দিয়ে শিক্ষার্থীদের স্কুলে আসতে হয়। এতে করে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

তিনি জানান, তার বিদ্যালয়ে মোট ৯৫ জন শিক্ষার্থী রয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ৯টা থেকে দুপুর ১২টা ৫ মিনিট পর্যন্ত ৫ম ও ৩য় শ্রেণির ক্লাস হয়েছে। বিদ্যালয় খোলায় ছাত্র-ছাত্রীদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে।

স্থানীয় ইউপি সদস্য ফয়জুল ইসলাম বলেন, সোনাতনপুর গ্রামের উপর একটি কালভার্ট নির্মাণের জন্য আমরা লিখিতভাবে জানিয়েছি স্থানীয় ইউনিয়ন পরিষদকে।

জগন্নাথপুর উপজেলার প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মাছুম বিল্লাহ জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী জগন্নাথপুরে প্রাথমিক পর্যায়ে পাঠদান শুরু হয়েছে। প্রথম দিনে ৮০ শতাংশ শিক্ষার্থীর উপস্থিতি ছিল।

তিনি জানান, জগন্নাথপুরে মোট ১৫৮টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে সরকারি বিদ্যালয় ১৫৫টি এবং বেসরকারি বিদ্যালয় ৩টি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com