Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বাতাসের দোলনা [] আব্দুল মতিন

একটি বাতাসের দোলনায় বসে—
আমরা দু’জন দোল খাই নিঃশব্দে
পাখির ডাক শুনি,দেখি ফুলের হাসি
চোখে চোখ রেখে চলে যায় ব্যস্ত সময়
সীমান্তে উদ্বাস্তু শিবিরে শিশুদের কান্না
বিধ্বস্ত সভ্যতায় মঙ্গল গ্রহের সাজ—
গড়েছিল মানুষ,পাথরের কান্না দিয়ে—
বারুদের গন্ধযুক্ত গলিত লাশের স্তুপ
রক্ত শোকানো বুলেট বিদ্ধ চোখ অথবা
কোলে মৃত নিষ্পাপ শিশু নিয়ে নিশ্চল মা
প্রতিরোধী অস্ত্র হাতে বিবর্ণ প্রাণহীন যোদ্ধা
শান্তির গ্রহে আধুনিক মানুষের কী পতন !
শামিয়ানার ভেতর পাহারা দেয় জাগ্রত ঘুম
ক্ষেপণাস্ত্র নিয়ে আসে মৃত্যুর কালো সন্ধ্যা
তোমাকে আমি আর দেখতে পাইনা —
তুমি হারাও,বুকে রেখে মায়াবী ছায়া—।

Exit mobile version