গতকাল শুক্রবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ইয়াং স্টারের প্রতিষ্ঠাতা এমদাদুল হকের দিকনির্দেশনায় জগন্নাথপুর ইয়াং স্টারের সভাপতি নুর আহমেদ ও সাধারণ সম্পাদক জয়নুর আহমদ তত্ত্বাবধানে খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি আব্দুল মুকিত, সহসভাপতি আমিনুর রহমান রাসেল, কামাল হুসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আল-মামুন, জুয়েল হোসেন, জুয়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক সাহজাহান সিদ্দিকী, রুহুল আমিন, মাহবুব রহমান, তথ্য বিষয়ক সম্পাদক মেহেদী হাসান তানবীর, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, মুজিবুর রহমান খোকন, প্রচার সম্পাদক তৈয়বুর রহমান, দপ্তর সম্পাদক সুলাইমান আহমেদ নাঈম, সহ দপ্তর সম্পাদক সেলাল আহমেদ রাকিব, সদস্য জাবেল আহমদ, নিজাম উদ্দিন মুন্না, রুম্মান আহমদসহ সংগটনের সদস্য বৃন্দ।
ইয়াং স্টার প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী এমদাদুল হক জানান, জগন্নাথপুর ইয়াংস্টার এর পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারও হতদরিদ্র অসহায় মানুষের মধ্যে রমজানের খাদ্য সামগ্রী সুনামগঞ্জ, ছাতকসহ বেশ কয়েকটি এলাকায় বিতরণ করা হয়েছে। এটি চলমান রয়েছে। ইয়াং স্টারের প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহ মানবতার সেবায় নিয়োজিত। তিনি সকলের সহযোগিতা সর্বাবস্থায় কামনা করেন।