Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বাড়ি ফেরার প্রহর গুনচ্ছেন জগন্নাথপুরের বন্যার্তরা

বিশেষ প্রতিনিধি::

সুনামগঞ্জের জগন্নাথপুরে অব্যাহত ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে পানিবন্দি হয়ে পড়েছেন উপজেলায় প্রায় দুশতাধিক গ্রামের মানুষ। এরমধ্যে
উপজেলার ৮৪টি আশ্রয় কেন্দ্রে প্রায় ৬ হাজার মানুষ আশ্রয় নেন। তবে পরিস্থিতি উন্নতি হওয়ায় অনেকেই আশ্রয় কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরছেন। আবার কেউ কেউ বাড়ি ফেরার প্রহর গুনছেন।

গতকাল বুধবার পর্যন্ত ওই সব আশ্রয় কেন্দ্রে মধ্যে ৫৪ টি কেন্দ্রে এখনো প্রায় দুই হাজার মানুষ রয়েছেন। এছাড়াও বিভিন্ন জায়গায় আশ্রিত রয়েছেন আরো শতাধিক পরিবার।

উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া জগন্নাথপুর পৌরএলাকার বাসিন্দা আহের বেগম বলেন,গত ১৮ জুন ভোররাতে বসতঘরে পানি উঠে। ঘরে-বাহিরে পানি আর পানি। কোনে উপায় না পেয়ে অবশেষে আশ্রয় কেন্দে পরিবারের লোকজন নিয়ে উঠেছিলাম। এখন বসতভিটা থেকে পানি থেমে যাওয়া বাড়ি ফিরে যাচ্ছি।

বাধাউড়া এলাকার ফইদর মিয়া পরিবারের ৫ সদস্যকে নিয়ে গত ৯দিন ধরে আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়াম আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। তাঁর বসতবাড়িতে এখনো পানি।
সত্তরোর্ধ্ব এ বৃদ্ধ জানালেন, এখনো বসতঘর থেকে পানি নামেনি। ধীরে ধীরে নামছে পানি। বাড়ি ফেরার প্রহর গুনছি আমরা। নিজের বাড়িতে কষ্ট হলেও ভালো লাগে। কিন্তু পরিবারের লোকজন নিয়ে থাকার মতো উপযুক্ত না হওয়ায় আশ্রয়েই আছি।
জানা যায়, গত ১৮ জুন জগন্নাথপুর পৌরসভা, উপজেলার কললিয়া, মিরপুর, সৈয়দপুর-শাহারপাড়া,রানীগঞ্জ, পাইলগাঁও, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের প্রায় দুইশতাধিক গ্রামের মানুষ ঢলের পানিতে বন্যাকবলিত হয়ে পড়েন। এসব অঞ্চলের গ্রামীণ রাস্তাঘাট, হাটবাজার পানিতে তলিয়ে যায়। বাসা-বাড়িতে পানি উঠে যাওয়ায় প্রায় ৬ হাজার পরিবার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে উঠেন।

জগন্নাথপুরের ইউএনও আল-বশিরুল ইসলাম বলেন, গত কয়েকদিনে ধরে পানি কমতে শুরু করায় আশ্রয় কেন্দ্রে ছেড়ে বাড়ি ফিরে যাচ্ছেন আশ্রয় নেওয়া পরিবারের লোকজন। আবার যাদের বসতঘরে এখন পানি রয়েছে তাঁরা আশ্রয় কেন্দ্রেই আছেন।

Exit mobile version