তথ্যপ্রযুক্তি ডেস্ক: স্বল্প দামে দেশের বাজারে এসেছে বিশ্বের সবচেয়ে স্লিম ল্যাপটপ হিসেবে খ্যাত আসুস ব্র্যান্ডের ‘ইউএক্স৩০৫সিএ’। ১২.৩ মিলিমিটার পুরুত্বের এই ল্যাপটপটির ওজন মাত্র ১.২ কেজি, ফলে অনেক বেশি স্বাচ্ছন্দ্যে বহন করা যাবে।
আরোরা গোল্ড কালারের আকষর্ণীয় এই ল্যাপটপটি উন্নত ফিচারে সমৃদ্ধ। ১.২০ গিগাহার্জ থেকে ৩.১০ গিগাহার্জ পর্যন্ত গতি সম্পন্ন এই ল্যাপটপটিতে ব্যবহৃত হয়েছে ইন্টেল কোর এম৭-৬ওয়াই৭৫ প্রসেসর।
১৩.৩ ইঞ্চি কিউএইচডি এলইডি ডিসপ্লে সমৃদ্ধ এই ল্যাপটপটিতে আরও রয়েছে ৮ জিবি ডিডিআর-থ্রি র্যাম, ২৫৬ জিবি সলিড স্টেট ড্রাইভ (এসএসডি) এবং এইচডি ওয়েবক্যাম।
উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত এই ল্যাপটপটি ১০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। এটি দেশের বাজারে নিয়ে এসেছে আসুসের পরিবেশক প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড। ২ বছর ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিসহ ল্যাপটপটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৪ হাজার ৯৯৯ টাকা।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১২ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ৩ দিনব্যাপী অ্যাডুমেকার ল্যাপটপ মেলায় মিলবে আসুসের নতুন এই ল্যাপটপটি