জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: একটি বাছুরের প্রাণ সংহার করার দায়ে ভারতের এক গ্রাম-পঞ্চায়েত এক লোককে আদেশ দিয়েছে নিজের মেয়েকে গরুর মালিকের ছেলের সাথে বিয়ে দিতে। কনের বয়স পাঁচ, আর বরের বয়স আট বছর।
ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের গুনা জেলার একটি গ্রামে এ ঘটনা ঘটেছে বলে প্রেস ট্রাস্ট ইন্ডিয়ার বরাত দিয়ে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে।
এতে বলা হয়, তিন বছরের পুরনো এক বিবাদের মীমাংসা করতেই তারাপুর গ্রামের পঞ্চায়েত এই ব্যবস্থা নিয়েছে।
খবরে বলা হয়েছে, মেয়ে শিশুটির বাবা জগদীশ বানজারা একদিন দেখেন যে একটি বাছুর তাঁর ফসলের ক্ষেতে চড়ে বেড়াচ্ছে। উত্তেজিত হয়ে তিনি তখন বাছুরটিকে লক্ষ্য করে ঢিল
ছোড়েন। ঢিল লেগে বাছুরটি মারা যায়। এরপর বাছুরের মালিকের সঙ্গে তার দীর্ঘদিন ধরে ঝগড়া চলে। গো-হত্যার দায়ে জগদীশ বানজারাকে সামাজিকভাবে একঘরে করা হয়। গঙ্গাস্নান করে শুদ্ধ হওয়া এবং গ্রামবাসীদের মধ্যে খাবার বিতরণ করার পরও তার রেহাই হয়নি।
ওই ঘটনার পর থেকে গ্রামে কোনো শুভ ঘটনা না ঘটায় পঞ্চায়েত সিদ্ধান্ত নেয়, জগদীশ বানজারাকে তার মেয়ের বিয়ের দিতে হবে বাছুরের মালিকের ছেলের সঙ্গে। মেয়েটির মা এ নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করার পরই ঘটনাটি সংবাদমাধ্যমে আসে।
গুনা জেলার ম্যাজিস্ট্রেট নীরাজ শর্মা জানিয়েছেন, অভিযোগটি তারা তদন্ত করে দেখছেন।