অনলাইন ডেস্ক:: পহেলা বৈশাখে বাঙালিদের অভিনব এক উপহার দিল সার্চ ইঞ্জিন গুগল। প্রথমবারের মতো বাংলা নববর্ষ উপলক্ষে বিশেষ ডুডল তৈরি করেছে তারা। বাংলা ভাষা এবং ঐতিহ্য ফুটিয়ে তোলা নকশায় তৈরি করা ডুডলটি মঙ্গলবার প্রথম প্রহর থেকে দেখা যাচ্ছে গুগলের হোমপেজে।এর আগে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ ডুডল তৈরি করেছিল গুগল। চলতি বছরে টানা তিন মাসে বাংলাদেশি ব্যবহারকারীদের বিশেষ ডুডল উপহার দিল বিশ্বের সবচেয়ে বৃহৎ এই সার্চ ইঞ্জিন।
বাংলা নববর্ষ নিয়ে তৈরি করা ডুডলে গুগল লিখতে ইংরেজি ‘ও’-এর পরিবর্তে ব্যবহার করা হয়েছে বাঙালি সংস্কৃতির অনুসঙ্গ হাতপাখা। দুটি হাতপাখার একটিতে বাহারী নকশা ও অন্যটিতে বাংলায় লেখা হয়েছে ‘শুভ নববর্ষ ১৪২২’। বৈশাখী নকশার মতো রঙিন কারুকাজ করা হয়েছে গুগলের লোগোটিতে। এর ওপরে মাউস রাখলে ‘হ্যাপি নিউ ইয়ার ১৪২২’ লেখাও দেখা যায়। ডুডলটির ওপর ক্লিক করলে বাংলা নববর্ষ উদযাপন সংক্রান্ত সব খবর, রচনা ও ছবির বৃত্তান্ত হাজির হয় সামনে।
Leave a Reply