আমিনুল হক ওয়েছে লন্ডন:: যুক্তরাজ্যের হাউজ অব কমন্সে এনফিল্ড নর্থ আসনের এমপি নিক ডি বোয়া তথাকথিত ‘তূলনামূলক স্বল্প পঠিত ভাষাসমূহের’ ভবিষ্যত নিয়ে বিতর্কে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানান। ওই দিন সংসদের বিতর্কে বিভিন্ন দলের সাংসদদের একটি নিয়ে একটি জোটের নেতৃত্ব দেন নিক ডি বোয়া। যুক্তরাজ্যের ভভিষ্যতের জন্য ভাষা দক্ষতার প্রয়োজনীয়তা এবং জিসিএসই ও এ-লেভেল পরীক্ষা রক্ষায় নিজের লড়াইয়ের কথা তুলে ধরেন তিনি। নিক ডি বোয়া বলেন, “বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ঐতিহাসিক ও চলমান সম্পর্ক রক্ষায় এবং বিশেষ করে এখানে বিশাল বাংলাদেশি সমাজের অবস্থানের কারণে দুদেশের সম্পর্ক আরো নিবিড় করার সুযোগ এসেছে ব্রিটেনের সামনে। “জিসিএসই ও এ লেভেল বন্ধ করে দেওয়ার পরীক্ষা বোর্ডের প্রস্তাবটি অদূরদর্শী ও ভুল।” শিক্ষামন্ত্রী নিক গিব তার দাবির সঙ্গে একমত পোষণ করে বলেন, তিনি শিগগিরই স্কুল পরীক্ষা বোর্ডের দেখা করে বাংলাসহ অন্যান্য স্বল্প পরিচিত ভাষা পরীক্ষা থেকে তুলে দেওয়ার প্রস্তাব থেকে সরে আসার আহ্বান জানাবেন।
Leave a Reply