স্টাফ রিপোর্টার- বাংলাদেশ শ্রীকৃষ্ণচৈতন্য সেবা সংঘের ত্রয়োদশ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী উৎসব করা হয়।অনুষ্ঠানমালার মধ্যে অন্যতম শঙ্খধ্বনি, উলুধ্বনি ও মঙ্গল প্রদীপ জ্বালিয়ে আর বৈদিকমন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে শুভ সূচনা এবং সমবেত কণ্ঠে শ্রীশ্রী চৈতন্যচরিতামৃত পারায়ণ করা হয়। এছাড়া চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সনাতন ধর্মসভা ও সন্ধ্যায় চৈতন্যচরিতামৃত পাঠ,মহাপ্রসাদ বিতরণ এবং বিশ্বশান্তিকল্পে বিশেষ প্রার্থনা করা হয়। গতকাল স্থানীয় শ্রীশ্রী রাধাগোবিন্দ জিউর আখড়ায় হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি শ্রী সুজিত চন্দ্র পাল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ্রী বিদ্যাভূষণ পাল তপুর সঞ্চালনে সনাতন ধর্মসভার শুরুতে গীতাপাঠ করেন শ্রী শংকর অধিকারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রীকৃষ্ণচৈতন্য সেবা সংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট প্রমথ সরকার। বিশেষ অতিথি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রী শ্যামসুন্দর দে রাধেশ্যাম, শ্রী পঙ্কজ ভট্টাচার্য্য এবং বিভিন্ন উপজেলা থেকে আগত ধর্মীয় নেতৃবৃন্দ। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন শ্রী অরুন কুমার নাগ, শ্রী বনবিহারী রায় ও প্রত্যেক উপজেলার প্রতিনিধিবৃন্দ।সনাতন ধর্মসভা শেষে বিশ্বশান্তিকল্পে বিশেষ প্রার্থনা করা হয়। পরিশেষে হাজারো ভক্তের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যারতির পর চৈতন্যচরিতামৃত পাঠ।চৈতন্যচরিতামৃত পাঠ পরিবেশনায় পরমভাগবত এডভোকেট প্রমথ সরকার।