জগন্নাথপুর টোয়েন্টিফোর ডেস্ক- বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করায় সারাদেশের ন্যায় জগন্নাথপুরে আনন্দ উল্লাস দেখা দিয়েছে।খেলা শেষ হওয়ার সাথে সাথে উপজেলা সদর সহ বিভিন্ন স্থানে চলে আনন্দ উৎসব ও মিষ্টি বিতরণ। ক্রীড়ামোদিদের পাশাপাশি বিভিন্ন মহলের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। জগন্নাথপুরের একমাত্র অনলাইন পত্রিকা জগন্নাথপুর টোয়েন্টিফোর ডটকম এর পক্ষ থেকে জানানো হয় অভিনন্দন। এছাড়াও অভিনন্দন জানান জনপ্রতিনিধিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বাংলাদেশ দলের ঐতিহাসিক এই জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক, কোচ, খেলোয়াড়, কর্মকর্তাসহ সবাইকে অভিনন্দন জানিয়ে জগন্নাথপুর টোয়েন্টিফোর উপদেষ্টা সম্পাদক মুক্তাদীর আহমদ মুক্তা, সম্পাদক অমিত দেব, বার্তা সম্পাদক আলী আহমদ, ওয়েব মাষ্টার অরূপ সরকার,স্টাফ রিপোটার রুমানুল হক রুমেন, আজহারুল হক ভূঁইয়া, আজিজুর রহমান,নিজস্ব সংবাদদাতা নিজামুল হক, সুহেল হাসান, সৈয়দ মোস্তাক আহমদ, সিন্ধু মনি সরকার,অাকবর আলী, আবু সুফিয়ান প্রমুখ।
এছাড়াও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ইউএনও মোহামন্মদ হুমায়ুন কবির, জগন্নাথপুরের প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ, নুরুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, পৌর মেয়র আক্তার হোসেন, পাটলী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসান, রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মজলুল হক, আশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব খান, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আরশ মিয়া, ক্রীড়া সংগঠক মাহবুবুর রহমান, শিক্ষক সাইফুল ইসলাম রিপন,সমাজকমী মাছুম আহমদ, সুজিত কুমার রায়, উপজেলা ছাত্রলীগ সভাপতি মুজিবুর রহমান মুজিব, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাফরোজ ইসলাম, উপজেলা ক্রিকেট এসোসিয়েশন সভাপতি আকমল হোসেন, সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হক সুমন, সহ-সভাপতি আবু হেনা, সেক্রেটারী হোসেন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ফাহাদ মিয়া,ক্রিকেটার সায়মন হোসেন রুমেন, সানী রায়, অনন্ত গোপ, আসাদ লাল,সৈয়দ সাইদুল বাংলাদেশ ক্রিকেটদলকে অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতার এই মহান মাসে বাংলাদেশের টাইগারদের এমন দুর্দান্ত, দুরন্ত জয়ে আমরা আনন্দিত ও উদ্বেলিত। এমন স্মরণীয় জয়ের দিনে আমরা আশাকরি বাংলাদেশে ক্রিকেটদল আগামীতে সেমিফাইনাল খেলবে।