আমিনুল হক ওয়েছ- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ওল্ডহ্যাম শাখার উদ্দ্যেগে মঙ্গলবার ওল্ডহ্যামের স্থানীয় একটি রেস্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। বিভিন্ন সামাজিক সংগঠন, কমিউনিটি সংগঠন ও ব্রিটেনের মূলধারার রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্টিত ইফতার পুর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় ওল্ডহ্যাম বিএনপির সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মওদুদ আহমেদ এর সঞ্চালনায় এবং সাব্বির আহমেদ খান এর কোরআন তেলাওতের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় অতিথি হিসেবে আলোচনা পেশ করেন ওল্ডহ্যাম বারা কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর আব্দুল জব্বার, রচডেল বিএনপি আহ্বায়ক জয়নাল আবেদীন, কাউন্সিলর মোহন আলী, রচডেল বিএনপি যুগ্ম আহ্বায়ক মইন উদ্দীন,বার্ণলী বিএনপির যুগ্ম আহ্বায়ক ফয়জুন্নুর, প্রমুখ
এছাড়া উপস্থিত ছিলেন কাউন্সিলর মন্তাজ আলী আযাদ, ওল্ডহ্যাম বিএনপির সাবেক সহ সভাপতি ফিরোজ আলী লালা, জগন্নাথপুর থানা বিএনপি সাবেক সাধারন সম্পাদক মল্লিক আব্দুল মুহিত, বার্ণলী বিএনপি সদস্য সচিব আলকাছ আলী, প্রভাষক মহসিন চৌঃ ,ইসলামিক ফোরাম ইউরোপ ওল্ডহ্যাম শাখার আহ্বায়ক মাওলানা নোমান আহমেদ, রচডেল বিএনপি যুগ্ম আহ্বায়ক সৈয়দ জামাল হূসেন হোসেন মিজান, ওল্ডহ্যাম বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক বাদশা মিয়া, ওল্ডহ্যাম বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ফয়সল আহমেদ চৌঃ , রচডেল বিএনপি যুগ্ম আহ্বায়ক বশির আহমেদ, বার্ণলী বিএনপি যুগ্ম আহ্বায়ক কবির আহমেদ ও ফরাস মিয়া, কোল্ডহার্ষ্ট লেবার পার্টি চেয়ার আব্দুল আজিজ, দিরাই কল্যান পরিষদ চেয়ার আব্দুল মতিন, দিরাই কল্যান পরিষদ উপদেষ্টা মিছবাউজ্জামান চৌঃ, কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ তৈয়ব আলী, টেইম সাইড বিএনপির গিয়াস উদ্দিন, দুলভ মিয়া, সাজন আহমেদ, রচডেল জিয়া পরিষদ ফারুক আলী, ফখরুল ইসলাম, আঃ আজিজ জায়েদ, আব্দুল কাইয়ুম, আজির উদ্দিন, সেলিম উদ্দিন, জাকির, মস্তাব আলী মাষ্টার , দবির মিয়া, মির্জা আব্দুল মুমিন, আতিকুর রহমান লিটন, সিউল আহমেদ চৌঃ, শাহিন আহমেদ, শাহ তাজুল ইসলাম, আজিজুর রহমান রুমেল ,সুহেল আহমেদ, খালেদ আহমেদ , আবুল কাশেম, হাজী মজনু মিয়া, মুহিত আলী, বশির মিয়া, নজরুল ইসলাম, তরুন দল আহ্বায়ক খালেদ আহমেদ,
ইফতার পুর্ব সংক্ষিপ্ত সভায় বক্তারা রমজানের গুরুত্ব ও তাতপর্য নিয়ে আলোচনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করেন ওল্ডহ্যাম মাদানী একাডেমীর খতিব মাওলানা কমর উদ্দিন ।
Leave a Reply