এনাম উদ্দিন:: আজ দুপুর ২:৩০ মিনিটে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যেকার সিরিজ নির্ধারণী শেষ ম্যাচ মিরপুর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। পেসার রুবেল হোসেনের পরিবর্তে মোশারফ হোসেন রুবেল কে নির্বাচকরা দলে নিয়েছেন মূলত আফগানিস্তানকে স্পিন আক্রমণে আটকানোর জন্য। গতকাল সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি শোনালেন, আজ বাংলাদেশ শততম ম্যাচ জয় ও সিরিজ জয়ের আত্নবিশ্বাস নিয়ে মাঠে নামবে। আজ বাংলাদেশের সম্ভাব্য একাদশ হতে পারে- তামিম, ইমরুল,সৌম্য, রিয়াদ, সাকিব, মুশফিক, সাব্বির/নাসির, মোসাদ্দিক, মাশরাফি, মোশারফ হোসেন রুবেল,শফিউল/তাসকিন। নির্বাচকরা আগে ইঙ্গিত দিয়েছেন যে আজ একাদশে ব্যাপক পরিবর্তন আসবে। আজ আফগানিস্তান যদি জিতে তাহলে তাদের ক্রিকেট ইতিহাসে প্রথম কোনো টেস্ট খেলোয়ার দেশের বিপক্ষে সিরিজ জয় হবে। বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটসম্যানরা যদি রান করেন, তাহলে বাংলাদেশকে আটকানো সম্ভব হবে না, দেখা যাবে আজ মাঠে কার শততম ম্যাচ জয়ের উদযাপন আর কার প্রথম টেস্ট খেলোয়ার দেশের বিপক্ষে সিরিজ জয়ের উদযাপন?