অনলাইন ডেস্ক –
উন্নয়ন, শান্তি, ঐক্য ও সংহতির ক্ষেত্রে পশ্চিমবঙ্গকে অন্য উচ্চতায় নিয়ে যাবেন বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের নয়া মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ যাত্রায় বাংলাদেশ সহায়ক হবে বলেও মন্তব্য করেছেন তিনি।
শুক্রবার (৭ মে) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেনকে বৃহস্পতিবার লেখা এক ধন্যবাদপত্রে মমতা একথা বলেছেন।
তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণের জন্য তৃনমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গত ৫ মে অভিনন্দন বার্তা পাঠান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী। এর জবাবে মন্ত্রীকে পত্র মারফত ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মমতা।
আরও পড়ুন: অনলাইনে পরীক্ষা নিতে কাজ করছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো
চিঠিতে মমতা উল্লেখ করেন, পশ্চিমবঙ্গকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের শুভ কামনা এ যাত্রায় সহায়ক হবে।
উল্লেখ্য, আট দফা নির্বাচন শেষে গত ২ মে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয়। এতে রাজ্যে ক্ষমতাসীন দল তৃণমূল টানা তৃতীয় বারের মতো জয়লাভ করে।
Leave a Reply