বিশেষ প্রতিনিধি::-বিশ্বব্যাংক এবং আইএমএফ এর তথ্যমতে, বাংলাদেশ এখন বিশ্বের ৪৪তম বৃহৎ অর্থনৈতিক শক্তি। আওয়ামী লীগ সরকারের নিষ্ঠা আর কঠোর পরিশ্রমের ফলে এই অর্জন সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। নিজের ফেইসবুক অ্যাকাউন্টে তিনি এই মন্তব্য করেন। জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমের পাঠকদের জন্য প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়ের ফেইসবুক স্ট্যাটাসটি তুলে ধরা হলো- আরও একটি ভালো সংবাদ। বিশ্বব্যাংক এবং আইএমএফ এর তথ্যমতে, বিশ্বের অর্থনৈতিক সমীক্ষায় মাত্র দুই বছরে ১৪ ধাপ এগিয়েছে বাংলাদেশ। পরম মানের দিক থেকে আমরা এখন বিশ্বের ৪৪তম বৃহৎ অর্থনৈতিক শক্তি, কিন্তু সমতা ভিত্তিতে ক্রয় ক্ষমতার বিচারে সে অবস্থান ৩৩তম। এত অল্প সময়ে খুব কম দেশই এই অগ্রগতি করতে পেরেছে। এই অর্জন সম্ভব হয়েছে কেবল আমাদের আওয়ামী লীগ সরকারের নিষ্ঠা আর কঠোর পরিশ্রমের ফলে। আমরা দ্রুততার সাথেই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং যেতে থাকবো। জয় বাংলা !জয় বঙ্গবন্ধু !