আমিনুল হক ওয়েছ:: পুর্ব লন্ডনের দি অট্রিয়াম হলে বাংলাদেশ ইউথ এসোসিয়েশন যুক্তরাজ্যের রি-লাঞ্জ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ২২ জুন সংগঠনের আহবায়ক মতব্বির আলী মতব এর সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল কালাম আজাদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ, কমিউনিটি ব্যক্তিত্ব প্রবাসী মুক্তিযোদ্ধা সংগঠক যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইয়থ এসোসিয়েশন যুক্তরাজ্য সাবেক সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক, সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী ।
বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার খালিছ উদ্দিন আহমদ ।
সাবেক কাউন্সিলর যুক্তরাজ্য আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ইউথ এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ ও সাবেক সাধারণ সম্পাদক, ব্রিক জামে মসজিদের সভাপতি, বাংলাদেশ ইয়থ এসোসিয়েশন যুক্তরাজ্যে উপদেষ্টা আলহাজ্ব সাজ্জাদ মিয়া, সাবেক স্পীকার, কাউন্সিলর আবদুল মুকিত চুন্নু এমবিই, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক মেয়র দরছ উল্লাহ, সাবেক কাউন্সিলর, সাবেক লেবার লিডার, কমিউনিটি ব্যক্তিত্ব হেলাল রহমান, বাংলাদেশ আওয়ালীগ লন্ডন মহানগর শাখার সভাপতি, বাংলাদেশ ইয়থ এসোসিয়েশনের আহবায়ক কমিটির উপদেষ্টা আলহাজ্ব নুরুল হক লালা মিয়া, লন্ডন মহানগর আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ইয়থ এসোসিয়েশনের সাবেক ফুটবল কোচ ও বাংলাদেশ ইয়থ এসোসিয়েশনের উপদেষ্টা আলতাফুর রহমান মুজাহিদ, বাংলাদেশ আওয়ামীলীগ যুক্তরাজ্য শাখার জনসংযোগ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ইয়থ এসোসিয়েশন যুক্তরাজ্যের উপদেষ্টা শ্রী রবিন পাল, বাংলাদেশ আওয়ামীলীগ যুক্তরাজ্য শাখার শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক এস এম সুজন, বাংলাদেশ ইয়থ এসোসিয়েশন যুক্তরাজ্যের বর্তমান উপদেষ্টা হামিদুর রহমান চৌধুরী আনোয়ার,বাংলাদেশ ইয়থ এসোসিয়েশন যুক্তরাজ্যের সাবেক সাধারণ সম্পাদক ও লন্ডন মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি, বাংলাদেশ ইয়থ এসোসিয়েশেনর ইউকে এর সাবেক সহ সভাপতি ও বর্তমান উপদেষ্টা ইলিয়াছ মিয়া, উপদেষ্টা মো: গোলাম কিবরিয়া। বক্তব্য রাখেন বাংলাদেশ ইয়থ এসোসিয়েশন যুক্তরাজ্যের যুগ্ম আহবায়ক গয়াছ মিয়া, যুগ্ম আহবায়ক মুহিতুর রহমান খান মুহিত, যুগ্ম আহবায়ক সায়েদ আহমদ সাদ, যুগ্ম আহবায়ক মোসাদ্দিক হোসেন কামালী, যুগ্ম আহবায়ক তোরন মিয়া, যুগ্ম আহবায়ক আবদুল হেলাল চৌধুরী সেলিম, যুগ্ম আহবায়ক শামীম আহমদ, যুগ্ম আহবায়ক আহবাব মিয়া, যুগ্ম আববায়ক শাবুল আহমদ, সদস্য জয়নাল উদ্দিন, মতিউর রহমান, সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ জগন্নাথ উপজেলা শাখার অর্থ বিষয়ক সম্পাদক মাহবুবুল হক শেরীন, সদস্য খুশরুদ্দিন শখরু, সদস্য এম ইকবাল হোসেন, সদস্য রেজাউর রহমান, সদস্য তনজব আলী সুরুক, সদস্য মোস্তাফিজুর রহমান শাহ বেলাল,সদস্য আকিকুর রহমান খান আকিক, সদস্য আরুক চৌধুরী, সদস্য সালেহ আহমদ, সদস্য ছাদেক চৌধুরী, যুব নেতা শাহ আবদুল আহাদ, সদস্য সালাহ উদ্দিন, সদস্য বাবুল হোসেন, সদস্য শুশান্ত দাশগুপ্ত, সদস্য আবদুল ওয়াহিদ, সদস্য আবদুল মুমিত রুহেল, সদস্য নুরুজ্জামান চৌধুরী রুবেল, সদস্য সৈয়দ জালাল আহমদ, সদস্য মুসলেহ উদ্দিন আহমদ, সদস্য নরুল হুদা চৌধুরী পাবেল, সদস্য ফখরুল ইসলাম জামাল, সুলেমান হোসেন জগলু, গিয়াস মিয়া, চন্দন মিয়া, সদস্য জুবের আহমদ, আবদুস সালাম, আছাউর আলী, কামরুল ইসলাম প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বাংলাদেশ ইয়থ এসোসিয়েশেনর সদস্য ফখরুল ইসলাম জামাল। পরপরই বাংলাদেশের অভিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তারপরিবার্গ সহ এযাবৎ শহীদদের স্মরণে এবং যুক্তরাজ্যের কমিউনিটি ব্যক্তিত্ব আইয়ুব আলী মাষ্টার, আবদুল মুতলিত চৌধুরী, তৈয়বুর রহমান, মতিউর রহমান চৌধুরী, আতাউর রহমান চৌধুরী, গৌছ খান, হাজী ছমরু মিয়া, মিম্বর আলী, শহীদ আলতাব আলী সহ নাম জানা না জানা আরো অনেকের আত্মার মাগফিরাত কামনা করে দাঁড়িয়ে একমিনিট নিরবতা পালন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সুলতান মাহমুদ বলেন বাংলাদেশ ইয়থ এসোসিয়েশন ইউকে একটি সময়োপগী সংগঠন, বিশেষ করে যুবকরাই সমাজ উন্নয়নের চাবিকাঠি, যুবকরা একত্রিত থাকলে যেকোন দেশ এবং সংগঠন উন্নয়ন অবিসম্ভাবী।
প্রধান বক্তা আলহাজ শফিকুর রহমান চৌধরী বলেন বিগত দিনে বাংলাদেশ ইউথ এসোসিয়েশন কমিনিটিতে সুনামের সাথে অনেক অবদান রেখেছে, টাওয়ার হ্যামলেট বাংলাদেশ অধ্যুসিত এলাকায় যখন বাংঙ্গালীদের চলাফেরা করতে সব সময় বর্ণবাদী আচরণের শিখার হতেন তখন ই আমাদের প্রিয় বাংলাদেশের অবস্থান এবং অধীকার আদায়ের লক্ষে সংগঠিত হয়ে বাংলাদেশ এর লন্ডনে বসবাসরত যুব সমাজ এগিয়ে এসে আমাদের বাঙালীদের অবস্থান পরিস্কার করে, তারই সাথে সাথে এই সংগঠন যুব সমাজকে নেশা আর অপরাদ কর্ম কান্ড থেকে দুরে রেখে ব্রিটিস সরকারের কাছ থেকে অনেক সুনাম অর্জন করে, এরই দারাবাহিকতা বজায় রেখে আজ আবার আমাদে যুব সামাজ কে বিভিন্ন অপরাধ র্কম কান্ড থেকে বাচাতে আবার বাংলাদেশ ইউথ এসোসিয়েশন জেগে উটেছে বলে আমরা আজ অত্যান্ত আনন্দদিত আশাকরি পূর্বের ন্যায় কাজ করে যাবে।
Leave a Reply