Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

বাংলাদেশের স্বাধীনতা উদযাপনে গুগল

বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল-সবুজ, আর মাঝে বৃত্তে নদীর উপর সেতু; স্বাধীনতা দিবসের ৪৫তম বার্ষিকীতে এভাবেই সেজেছে গুগলের মূল পাতা।

২৬ মার্চের প্রথম প্রহর থেকেই দেখা যায়, বাংলাদেশ নিয়ে নকশা করা লোগো বা গুগল ডুডল। এর ওপর ক্লিক করলেই পাওয়া যাচ্ছে বাংলাদেশের স্বাধীনতা দিবসের তথ্য ও দিবসটি ঘিরে নানা আয়োজনের খবর।

বিশেষ দিনে গুগল সার্চ বক্সের উপরের লোগোটিকে বলা হয় গুগল ডুডল। বিভিন্ন আন্তর্জাতিক ও বিভিন্ন দেশের কোনো বিশেষ ঘটনা, ব্যক্তি বা দিন নিয়ে দেখা মেলে বিশেষ নকশার ডুডলের।

বাংলাদেশের স্বাধীনতা দিবসের ডুডলটি গুগলের বাংলাদেশের ডোমেইন হোমপেইজেও (www.google.com.bd) দেখা যাচ্ছে।

বাংলাদেশের স্বাধীনতা দিবসে এই উদ্যোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য ধন্যবাদ পাচ্ছে গুগল।

১৯৯৮ সাল থেকে নানা ডুডলের জন্ম দিচ্ছে ইন্টারনেট সার্চ জায়ান্ট গুগল।

গতবছর বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল-সবুজের বৃত্তে নদীর পটে সূর্য; মাঝে রয়েল বেঙ্গল টাইগারের ছবি গুগলের হোম পেইজে ফুটে উঠেছিল।

Exit mobile version