স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেন বলেছেন, আওয়ামীলীগ সরকার কৃষকদের কল্যাণে কাজ করছে বলেই বাংলাদেশ খাদ্যে স্বনির্ভৃরতা পেয়েছে। বিশ্বে এখন আমরা চাল রপ্তানী করতে পারি। তাই বাংলাদেশের এই অগ্রযাত্রায় কৃষকরা গর্বিত অংশিদার হিসেবে ইতিহাস হয়ে থাকবেন। তিনি আওয়ামীলীগ সরকারের শাসনামলে কৃষকদের আরো প্রযুক্তি নির্ভৃর সেবার দিকে মনোনিবেশ করার প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কৃষিক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। তিনি মঙ্গলবার বিকেলে মীরপুর ইউনিয়নের কেউনবাড়ি বাজারে কৃষক-কৃষানী প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠানে উপরোক্ত কথা বলেন। উপজেলা কৃষি অফিসার আসাদুজ্জামানের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি বিভাগের অতিরিক্ত পরিচালক কৃষ্ণ চন্দ্র হোড়,উপ-পরিচালক জাহেদুল ইসলাম,স্বপন কুমার সাহা, জগন্নাথপুরের ভারপ্রাপ্ত ইউএনও বিশ্বজিৎ পাল,প্রবাসী আওয়ামীলীগ নেতা হরমুজ আলী, মজমিল হোসেন, কৃষি বিভাগের অফিসার ফরহাদ মিয়া, তপন চন্দ্র শীল, পংকজ কান্তি দে,শরিফুল ইসলাম,নাজিম উদ্দিন, ইব্রাহিম হোসেন,মাহফুজুর রহমান,রুহুল আমীন ফয়জুল হক, কৃষক নেতা মতছির আলী, ছাত্রলীগ নেতা জামাল প্রমিুখ