স্পোর্টস ডেস্ক::
অ্যাডিলেডে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি স্থানীয় সময় দুপুরে। কিন্তু সকালেই ঘুম থেকে উঠে যেতে হবে পাকিস্তানের ক্রিকেটারদের। নেদারল্যান্ডস কোনভাবে দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারে কিনা সেই প্রত্যাশা করতে হবে।
প্রথম ম্যাচে স্বপ্ন ভঙ্গ হলে ভাঙা হৃদয় নিয়ে নামতে হবে বাংলাদেশের বিপক্ষে। ভারতকে কাঁপিয়ে দেওয়া বাংলাদেশের বিপক্ষে অবশ্যই জিততে হবে পাকিস্তানের। দলটির টপ অর্ডার ব্যাপার শান মাসুদ ওই জয়ের ব্যাপারে আশাবাদী।
জয় ভিন্ন কিছু ভাবছেন না তিনি। জয় পেলে স্থানীয় সময় সন্ধ্যায় মেলবোর্নে শুরু হওয়া ভারত ও জিম্বাবুয়ে ম্যাচে চোখ রাখবে পাকিস্তান। সেমিফাইনালে এক পা দিয়ে রাখা ভারত ওই ম্যাচেও ফেবারিট। তারপরও শেষ বল না হওয়া পর্যন্ত আশা ছেড়ে দেবে না জানিয়েছেন মাসুদ।
ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে পাকিস্তানের এই ব্যাটার বলেছেন, ‘আমাদের মনোযোগ এখন বাংলাদেশ ম্যাচে। দুই পয়েন্ট তুলে নিতে চাই আমরা। ওটাই এখন আমাদের হাতে আছে। এরপর অন্য হিসাব। গ্রুপের শেষ ম্যাচের শেষ বল পর্যন্ত আমরা আশাবাদী।’
জিম্বাবুয়ের বিপক্ষে হেরে নিজেদের পায়ে কুড়াল মেরেছে পাকিস্তান। নয়তো জিম্বাবুয়ের বিপক্ষে বৃষ্টির কারণে পয়েন্ট হারানো দক্ষিণ আফ্রিকা এখন সেমিতে যাওয়ার শঙ্কায় থাকতো। পাকিস্তান আবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে। শান মাসুদ ইঙ্গিত করেন, গুরুত্বপূর্ণ সময়ে কপাল ভালো না হওয়ায় হেরেছে তারা।
তিনি বলেন, ‘ভারত ও জিম্বাবুয়ে দুই ম্যাচেই আমরা চাপের মুহূর্তে হেরেছি। ভারত ম্যাচটা আমাদের হাতে ছিল। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচও জেতা উচিত ছিল। ওই হারের পর দল দারুণ পেশাদারিত্ব দেখিয়েছে। দক্ষিণ আফ্রিকা এক পর্যায়ে ভালো ব্যাটিং করছিল। কিন্তু তাদের আমরা হারাতে পেরেছি।’
বিশ্বকাপের আগে পাকিস্তানের টপ অর্ডার ছিল সবচেয়ে আলোচিত। আসিফ আলী দল থেকে বাদ পড়েছেন। ফর্মে ছিলেন না ইফতিখার-শাদাবরা। এখন পর্যন্ত তারাই ভালো খেলেছেন। ব্যর্থ হয়েছে বরং টপ অর্ডার। বাবর আজম ফ্লপ, রিজওয়ান প্রত্যাশিত রান পাচ্ছেন না। শান মাসুদ রান পেলেও স্ট্রাইক রেটের কারণে প্রশ্নবিদ্ধ। ভালো ক্রিকেট খেলা বাংলাদেশের জন্য যা কোপ বসানোর ভালো সুযোগ।
সুত্র সমকাল