গতবছর ভারত মহাসাগরের ওপারের এই দ্বীপ রাষ্ট্রটির মাটিতে নিজেদের শততম টেস্ট জিতে সিরিজ ১-১ ব্যবধানে ড্র করেছিল বাংলাদেশ। তাই এবার দেশের মাটিতে টেস্ট সিরিজেও ভাল করার প্রত্যয় ছিল বাংলাদেশের। চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টটি ড্র করে আত্মবিশ্বাসে টগবগ করছিল টাইগাররা।
কারণ, দ্বিতীয় ও শেষ টেস্টটি যে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, বাংলাদেশের ‘হোম অব ক্রিকেট’এ। যেখানে সর্বশেষ খেলা দুই টেস্টে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মত দেশকে হারিয়েছে তারা। তাই পয়মন্ত এই মাঠে এবার শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথমবারের মত তাদের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। তবে তা স্বপ্নই রয়ে গেছে মুশফিক-মাহমুদউল্লাহদের জন্য। শনিবার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা চা-বিরতিতে গড়ানোর অনেক আগেই বাংলাদেশকে ২১৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে লঙ্কানরা। তাদের দেয়া ৩৩৯ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে দ্বিতীয় ইনিংসে মাত্র ১২৩ রানে অল আউট হয়ে লজ্জার পরাজয় বাংলাদেশের। ত্রিদেশীয় সিরিজের পর শ্রীলঙ্কার কাছে বাংলাদেশ টেস্ট সিরিজ হারল। ১-০ ব্যবধানে।
Leave a Reply