আমিনুল হক ওয়েছ: গত ২১ ফেব্রুয়ারী রোববার আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অর্গানাইজেশন ফর দ্যা রিকগনিশন অব বাংলা এজ এন অফিসিয়াল ল্যাঙ্গুজ অব দ্যা ইউএন’র পক্ষ থেকে চিপেনহ্যাম নিলড হলে (উইলশায়ার) এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের চেয়ারম্যান ড. তোজাম্মেল টনি হক ও সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেনের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য বিশিষ্ট রাজনীতিবিদ মঈন উদ্দিন খান বাদল।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রধান আয়োজক আরজু মিয়া এমবিই। উইলশায়ার শাখার সাধারণ সম্পাদক সোমেশ্বর দাস সুমনের উপস্থাপনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিপেনহামের মেয়র ডেভিড পাওয়েল।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ‘সুইন্ডন একতারার’ পরিবেশনায় এক চমৎকার সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে কবিতা আবৃত্তি, গান, নিত্য পরিবেশিত হয়। সভার শেষ পর্যায়ে সংগঠনের সহ সভাপতি ড: রফি আহমদের সমাপনি বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি হয়।