স্টাফ রিপোর্টার: ষাটের দশকের উত্তাল ছাত্র রাজনীতি থেকে উঠে আসা বামপন্থী নেতা,স্পস্টভাষী, বর্ষীয়ান রাজনিতিবিদ, অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান, আওয়ামী লীগের উপদেস্টা মন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, এম,পি দীর্ঘদিনের অসুস্থতা কাটিয়ে অনেকটাই সুস্থ এখন তবে পুরোপুরি সুস্থ হতে আরও কিছুদিন সময়ের প্রয়োজন। যদিও তিনি মাঝে মধ্যে আইন,বিচার ও সংসদ সম্পর্কিত স্তায়ী কমিটির নিয়মিত সভা ও
অফিস এর কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
বছরের শুরতেই তিনি শ্বাস কস্ট জনিত সমস্যা নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মাঝে আমেরিকার মেচাচুয়েস্ট জেনারেল হাসপাতাল এর চিকিৎসক রা তার চিকিৎসা করেন এবং বর্তমানে তারই ফলোআপ চলছে।তার মুল সমস্যা শরীর এ হিমোগ্লবিন উৎপাদন প্রয়োজনের তুলনায় কম হচ্ছে।যে কারনে তিনি শারিরীকভাবে কিছুটা দূর্বল। চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন বিশ্রাম এর জন্য ও লোকজনের সাথে কথা বলার সময় মুখে মাস্ক ব্যবহার করার জন্য যাতে রোগজীবাণু তাকে আক্রমণ না করতে পারে। বর্তমানে তিনি অধ্যাপক ডাঃ বরেন চক্রবর্তীর তত্তাবধায়নে আছেন।
সুরঞ্জিত সেনগুপ্ত, এম,পি অচীরেই পুরোপুরিভাবে সুস্থ হয়ে নিয়মিতভাবে অফিস করবেন এবং রাজনৈতিক, সামাজিক কর্মকাণ্ডে, দিরাই-শাল্লার জনগনের সেবাই নিজেকে নিয়জিত করবেন। তার রাজনৈতিক নেতা কর্মী, সুভাকাংখী ও ভক্তগনের মাঝে যে চরম হতাশা বিরাজ করছে তা অচীরেই কেটে যাবে। এই সুস্থতার সংবাদটি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের ব্যাক্তিগত সহকারি মোহাম্মদ কামরুল ভাই জানিয়েছেন।
Leave a Reply