এনাম উদ্দিন:;
আইসিসির ২০১৬ বর্ষসেরা উদীয়মান খেলোয়ার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের ‘ফিজ’। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসির
কোনো বার্ষিক পুরস্কার পেলেন বাঁহাতি এই পেসার। পুরস্কারের জন্য বিবেচিত সময় গত বছরের ১৪ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ২০
সেপ্টেম্বরের মধ্যে তিনটি ওয়ানডে খেলে ৮ উইকেট নেন বিশ্ব ক্রিকেটের এই নতুন ভয়ংকর বোলার। আইসিসিকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি
বলেন, “এটা আমাকে আসছে বছরগুলোতে আরও ভালো খেলতে অনুপ্রাণিত করবে। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসির
কোনো বার্ষিক পুরস্কার জিতে আমি ভীষণ খুশি, এবং সবাইকে তিনি ধন্যবাদ জানান।” এ পর্যন্ত তিন সংস্করণ মিলিয়ে ২৪টি ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। তরুণ এই বাঁহাতি পেসার এরই মধ্যে নিয়েছেন ৫২ উইকেট। আর বর্ষসেরা টেস্ট খেলোয়ার : অশ্বিন (ভারত)বর্ষসেরা ওডিআই খেলোয়ার : কুইন্টন পি কক ( দ:আফ্রিকা)।
আইসিসি সৃত্রে,