স্টাফ রিপোর্টার;: সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের দমনপীড়ন ও অত্যাচার নির্যাতনে সারাদেশের মানুষ আজ অতীষ্ঠ। এই অবস্থা থেকে জাতিকে রক্ষা করতে শহীদ জিয়ার আর্দশে উদ্বুধ হয়ে ঐক্যবদ্ধভাবে সরকার পতনের আন্দোলনে নামতে হবে। তিনি বলেন এই সরকার দেশের গণতন্ত্র ধ্বংস করে দেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শেষ করে দিচ্ছে এসব থেকে দেশবাসীকে রক্ষা করতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি শনিবার বিকেলে জাতীয়তাবাদীদল বিএনপি অঙ্গসংগঠন সমুহের উদ্যোগে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ইউনিয়ন বিএনপি আহ্বায়ক খোরশেদ আলমের সভাপতিত্বে ও ইউনিয়ণ বিএনপির প্রথম সদস্য আব্দুল হান্নানের পরিচালনায় মীরপুর বাজারের স্থানীয় এক কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,তৃণমুল বিএনপির নেতা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধাদলের কেন্দ্রীয় কমিটির সদস্য এম এ মালেক খান. উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মনজুর কাবেরী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা আবুল কাশেম স্বপন,প্রবীণ বিএনপি নেতা আব্দুল কদ্দুছ মাষ্টার, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এম এ আজিজ,কলকলিয়া ইউনিয়ন বিএনপির প্রথম সদস্য এখলাছুর রহমান চৌধুরী নিকসন, উপজেলা বিএনপি নেতা মিজানুর রহমান,সাবেক আইন বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন কামাল। সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, ছাত্রদল নেতা আলফুজ্জামান বকুল,শহিদ মিয়া,জাহেদ আহমদ, আব্দাল মিয়া, কাউসার আহমদ,শামীম অাহমদ, বিলাল আহমদ, শাহীনুর মিয়া,আওয়াল মিয়া, এলকাস মিয়া, সবু মিয়া, সিদ্দিকুর রহমান খান,ছাত্রদল নেতা সামির আলী,আব্দুল মজিদ,সাহেদ মিয়া, তাহের মিয়া প্রমুখ।
Leave a Reply