বর্ণাট্য আয়োজনে ওল্ডহ্যামে জগন্নাথপুর প্রবাসী সংঘের ঈদ পুণর্মিলনী অনুষ্টিতজমকালো আয়োজন আর শত শত জগন্নাথপুর প্রবাসীদের সরব উপস্থিতিতে অনুষ্টিত হয়েছে জগন্নাথপুর উপজেলা প্রবাসী সংঘ ওল্ডহ্যাম এর উদ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্টান।
ওল্ডহ্যামের অত্যন্ত পুরণো এবং ঐতিহ্যবাহী সংগঠন জগন্নাথপুর উপজেলা প্রবাসী সংঘ স্থানীয় জগন্নাথপুর প্রবাসীদের নিয়ে ঈদের আনন্দে মেতে উঠলেও ভুলে যায়নি সংগঠনের প্রতিষ্টাকালীন নেতৃবৃন্দদের।
যারা সংগঠন প্রতিষ্টায় অগ্রণী ভুমিকা রেখেছিলেন তাদের মধ্য থেকে ৯ জনকে মরণোত্তর সম্মাননা এবং সাবেক নেতৃবৃন্দ ও অনুষ্টানের স্পন্সর সহ মোট ২০ জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করে জগন্নাথপুর উপজেলা প্রবাসী সংঘ।
মরণোত্তর বিশেষ সম্মাননা যারা পেয়েছেন তাঁরা হলেন; ওল্ডহ্যাম বাংলাদেশ এসোসিয়েশনের প্রতিষ্টাতা এবং জগন্নাথপুর উপজেলা প্রবাসী সংঘের ফাউন্ডার চেয়রম্যান মরহুম আলহাজ্ব সমুজ মিয়া, জগন্নাথপুর উপজেলা প্রবাসী সংঘের ফাউন্ডার সাধারণ সম্পাদক মরহুম জব্বার মাস্টার, সাবেক উপদেষ্টা মরহুম আব্দুল কাদিও, সাবেক উপদেষ্টা মরহুম আব্দুল হাই, সাবেক উপদেষ্টা মরহুম ইয়াজ উল্লাহ, সাবেক উপদেষ্টা মরহুম আব্দুছ ছুবহান, মরহুম তওয়াহিদ উল্লাহ, মরহুম নজিব উল্লাহ, মরহুম আব্দুল করিম।
এছাড়া আরও যাদের সম্মাননা প্রদান করা হয় তাঁরা হলেন ; বিশিষ্ট ব্যাবসায়ী রুকন কামালী, বিশিষ্ট ব্যাবসায়ী সাজিদ কামালী, আলহাজ্ব ফিরোজ আহমেদ, আলহাজ্ব ছালিকুর রহমান, মাওলানা আব্দুল বারী, ফারুক আহমেদ চৌ:, আলহাজ সমুজ মিয়া, মামুনুর রশীদ চৌ:, নজমুল ইসলাম, কাউন্সিলার ফজলুল হক।
প্রবাসী অধ্যুষিত ওল্ডহ্যামে ঐতিহ্যবাহী এই সংগঠন দীর্ঘ ২৮ বছর ধরে অত্যন্ত সফলতার সাথে কমিউনিটির বিভিন্ন উন্নয়নের সাথে অতপ্রোতভাবে সম্পৃক্ত। বিশেষ করে নিয়মিতভাবে কৃতি শিক্ষার্থীদের এচিভম্যান্ট এওয়ার্ড সহ বিভিন্ন কার্যক্রমে সুনাম অর্জন করেছে সংগঠনটি।
এছাড়া বর্ণাট্য আয়োজনে প্রথমবারের মত অনুষ্টিত ঈদ পুণর্মিলনী অনুষ্টানের ভুয়সী প্রশংসা করেন জগন্নাথপুর প্রবাসীরা।
রবিবার ওল্ডহ্যামের অভিজাত ব্যাংকুইট হল ইস্টার্ণ প্যাভেলিয়ানে অনুষ্টিত ঈদ পুণর্মিলনী অনুষ্টানে
মওদুদ আহমেদ এর প্রাণবন্ত সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান ইসমাইল হোসেন। এছাড়া আরও বক্তব্য রাখেন নজমুল ইসলাম, কাউন্সিলার ফজলুল হক, কাউন্সিলার মোহন আলী, আফাজ উদ্দীন, দেওয়ান মহসিন উদ্দীন প্রমুখ।
এছাড়া সার্বিক সহয়োগিতায় ছিলেন আলহাজ্ব হীরা মিয়া, আলহাজ্ব আব্দুল কাদির, গোলাম মওলা চৌ: নিক্সন, আবিদুল ইসলাম আরজু, সামছুল ইসলাম রাজন, সুজাত উল্লাহ মিফতা,দবির মিয়া, খালেদ আহমেদ, কবির আহমেদ, আনা মিয়া, বদরুল ইসলাম রফু, সাব্বির আহমেদ খাঁন, ময়না মিয়া গোলাম রাব্বানী প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি
Leave a Reply