স্টাফ রিপোটার:: জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বন্যা কবলিত ব্যবসায়ীদের পাশে আওয়ামীলীগ নের্তৃবৃন্দ। মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর নের্তৃত্বে একটি দল রানীগঞ্জ বাজারে কুশিয়ারা নদীর পানিতে নিমজ্জিত ব্যবসায়ীদের সাথে দেখা করে তাদের ব্যবসার ক্ষয়ক্ষতির খোঁজ খবর নেন। এসয় তাঁর সাথে উপস্থিত ছিলেন,জগন্নাথপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া,রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাজী সুন্দর আলী,সাধারণ সম্পাদক ছদরুল হোসেন,উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান, সালেহ আহমদ, বঙ্গবন্ধু সৈনিক লীগ সভাপতি হুমায়ুন আহমদ ও রানীগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ছাত্রলীগ নেতা আজমল হোসেন মিঠু ছাত্রলীগ নেতা হিবলু তালুকদারসহ নের্তৃবৃন্দ। এসয় আওয়ামীলীগ নেতারা রানীগঞ্জসহ কুশিয়ারা নদীর তীরবর্তী গ্রামগুলোর বন্যা কবলিত হয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানসহ আওয়ামীলীগের নের্তৃবৃন্দকে অবহিত করে সার্বিক সহযোগীতার আশ্বাস দেন।
Leave a Reply