জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
কিশোরগঞ্জের ভৈরব টোলপ্লাজার কাছে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
আজ বুধবার ভোরে ভৈরব মেঘনা পাড়ে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতের নাম সোহাগ। তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, সোহাগের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তার মরদেহ সকালেই থানায় আনা হয়েছে।
Leave a Reply