প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য এ্যাড মাওলানা শাহীনুর পাশা চৌধুরী বলেছেন পবিত্র রমজান মাস হচ্ছে আত্মশুদ্ধি,আত্মগঠন ও তাকওয়া অর্জনের মাস, রমজান মানুষকে বিনয়ী ও আত্মসংযমী করে, আত্মিক পবিত্রতা ও অপরের প্রতি সহমর্মিতার শিক্ষাদেয়, মাহে রমজানের এ শিক্ষা থেকে সামাজিক শৃঙ্খলা ও শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদেরকে কাজ করতে হবে। ,তিনি আর বলেন বদর হচ্ছে মুসলিম উম্মাহর চেতনা,বদরের চেতনায় উজ্জীবিত হয়ে আমাদেরকে আল্লামা মামুনুল হক্কের নেতৃত্বে দেশ গড়ার শপথ নিতে হবে।
তিনি মঙ্গলবার ( ১৮ মার্চ) বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে বদর দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
উপজেলা সভাপতি মাওলানা আবদুল মুনঈম শাহিন কামালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা এম সাইফুর রহমান সাজাওয়ার এর পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা উপদেষ্টা মাওলানা সৈয়দ আমিরুল ইসলাম, জেলা সহ সভাপতি মাওলানা সৈয়দ শাহীদ আহমদ, জেলা সেক্রেটারি হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম, বক্তব্য রাখেন উপজেলা সহ সভাপতি মাওলানা নুরুজ্জামান, মুফতি আকমল হুসাইন, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা উমর ফারুক, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা আফজাল হুসাইন, বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা তারেক আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলে রাব্বি মারুফ, বাংলাদেশ খেলাফত ছাত্রমজলিস সিলেট মহানগরী শাখার সাংগঠনিক সম্পাদক হা.মাহমুদুল হাসান রাহাত,বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফজলুর রহমান, মাওলানা ওয়ালিউল্লাহ ওলি,হলদিপুর চিলাউড়া ইউনিয়ন সেক্রেটারি হাফিজ মাওলানা আমীর আলী,উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুল ওয়াহিদ সহ বিভিন্ন শ্রেণি পোশার নাগরিক বৃন্দ।