স্টাফ রিপোর্টার:: বাঙ্গালীর প্রাণের উৎসব বর্ষবরণ জগন্নাথপুরে বণাঢ্য আয়োজনে পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গভীর রাত পর্যন্ত চলে বাউল গানের আসর।জগন্নাথপুর উপজেলার সুপরিচিত বাউলশিল্পীরা এতে গান পরিবেশন করেন। শিক্ষক সালেহা পারভীন ও অনন্ত পালের যৌথ সঞ্চালনায় বাউল গানের আসর উপভোগ করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুমসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
ইউএনও মাহফুজুল আলম মাসুম বলেন,সকাল থেকে শুরু হওয়া বর্ষবরণের অনুষ্ঠান রাতে বাউল গানের আসরের মধ্যে দিয়ে শেষ হয়।তিনি বলেন পহেলা বৈশাখ বাঙ্গালীর প্রাণের উৎসব।আমরা আমাদের সংস্কতির চেতনাকে বিকশিত করার চেষ্টা করেছি।
জগন্নাথপুর আর্টস্কুল দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করে।বণাঢ্য শোভাযাত্রা চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও উপজেলা সদরে আলপনা আঁকা ছিল আকর্ষণীয়। আর্টস্কুলের অধ্যক্ষ প্রনব বণিক, শিক্ষক জুনায়েদুর রহমান সজল,কুশল রায় বর্ষবরণ উৎসবের নানা আয়োজন সমন্বয় করেন।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জগন্নাথপুর উপজেলা সংসদ বর্ষবরণ আয়োজনকে উৎসবমুখর করেছে। ব্যতিক্রমী শোভাযাত্রা, নলজুর নদীর তীরে সৌরম্য মুক্তমঞ্চ, সারাদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান
বর্ষবরণের আয়োজনকে প্রাণবন্ত করে তুলে।
অনুষ্ঠানের নেতৃত্বে ছিলেন
উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি প্রকৌশলী সতীশ গোস্বামী, সাধারণ সম্পাদক দ্বিপক কান্তি দেব,যুগ্মসাধারন সম্পাদক আব্দুল মুকিত,রনি রাজ প্রমুখ