সুনামগঞ্জ সংবাদদাতা:: শ্রক্রবার বজ্রপাতে ছয়জনের মৃত্যুর পর শনিবার বিকেলে সুনামগঞ্জ শহরতলীর হাছননগরের হাওর থেকে ধান আনার সময় বজ্রপাতে আব্দুল মজিদ (৪৫) নামে আরো এক কৃষকের মৃত্যু হয়েছে। আব্দুল মজিদ সুনামগঞ্জ পৌরশহরের হাছননগর পাঠান বাড়ির আব্দুর রাজ্জাকের ছেলে। স্থানীয়রা জানান, বিকেলে আব্দুল মজিদ ক্ষেত থেকে ধান আনছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজি শাখাওয়াত হোসেন এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
Leave a Reply