স্টাফ রিপোর্টার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব -১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালের টিকেট পেয়েছে জগন্নাথপুর উপজেলা। বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে ছাতক উপজেলা দলকে ৩-১ গোলে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা।
বিকেলে অপর খেলায় দক্ষিন সুনামগঞ্জ কে ২-০ পরাজিত করে দিরাই উপজেলা জয়লাভ করে।
শনিবার বিকেল তিনটায় জগন্নাথপুর উপজেলা ফাইনাল খেলায় দিরাই উপজেলার সাথে মুখোমুখি হবে। আজকের খেলায় জগন্নাথপুর উপজেলার পক্ষে মাঠে উপস্থিত ছিলেন টিম ম্যানেজার উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ভূঁইয়া,কোচ ছিলেন বাফুকের কোচ রাহুল আমিন,স্বপন আহমদ,জুয়েল হোসেন প্রমুখ। এদিকে ফাইনালে জগন্নাথপুর যাওয়ায় জগন্নাথপুর উপজলো দলকে অভিনন্দন জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম।
Leave a Reply