জগন্নাথপুর২৪ ডেস্ক:: অনূর্ধ্ব-১৭ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে দিরাই উপজেলা ফুটবল দল। শনিবার বিকালে দিরাই ১-০ গোলে জগন্নাথপুর উপজেলাকে পরাজিত করে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে শনিবার বিকেল ৩.৪৫ মিনিটে মাঠে গড়ায় জেলা পর্যায়ের চূড়ান্ত স্থান নির্ধারণী খেলা। ২৯ মিনিটেই ১ গোল করে দিরাই উপজেলাকে এগিয়ে নেন জুহেন। পরবর্তী সময়ে কোন দল আর গোলের দেখা পায়নি। অখেলোয়াড় সুলভ আচরণের কারণে দিরাই উপজেলা দলের বাপ্পু ও জগন্নাথপুর উপজেলা দলের মারজানকে হলুদ কার্ড দেখান রেফারি। এদিকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে ট্রফি নিয়ে শহরে বিজয় মিছিল করেছে দিরাই উপজেলা দলের খেলায়াড়েরা।
খেলা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী।
টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হয়েছেন দিরাই উপজেলার বাপ্পু ও নজরুল।
চূড়ান্ত স্থান নির্ধারণী খেলায় পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ এমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নুরুজ্জামান, মুক্তিযোদ্ধা অ্যাড. আলী আমজাদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান এমদাদ রেজা চৌধুরী, মুুক্তিযোদ্ধা আব্দুল হাশিম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ক্রীড়াপ্রেমী লোকজন উপস্থিত ছিলেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসন সুনামগঞ্জের আয়োজনে গত ১৫ সেপ্টেম্বর টুর্নামেন্ট শুরু হয়েছিল।
দিরাই উপজেলা দল : তাজবির, কাউচার, লোকেশ, পলাশ, নাইম, বাপ্পু, ওহি, হারুন, জুহেন, নাইম সরদার ও নজরুল।
জগন্নাথপুর উপজেলা দল : হাবিব আহমেদ, ফারহান মিয়া, শিপু মিয়া, আমিনুর রহমান, শিবলু আহমেদ, মাহদী হাসান, মেহেদী, আরিফ আহমেদ, রিয়াদ, কাউচার আহমেদ জয়, তারেক আহমেদ তুহিন।