লন্ডন প্রতিনিধি:: পাকিস্তানি শাসক গোষ্ঠীর নির্মম নির্যাতনের হাত থেকে বাঙ্গালী জাতিকে মুক্ত করতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ই মার্চে রেসকোর্স ময়দানে যে ভাষণ দিয়েছিলেন তা ছিল স্বাধীনতার মাইলফলক এবং বাঙ্গালীর মুক্তির সনদ বলে মন্তব্য করেন যুক্তরাজ্য ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অরুণোদয় পাল ঝলক। যুক্তরাজ্য বঙ্গবন্ধু ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজিত সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক আশিক বাবু ভানির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন বঙ্গবন্ধু ৭ই মার্চে ঐতিহাসিক ভাষণের মধ্যদিয়ে স্বাধীনতা ও মুক্তির সংগ্রামের ডাক দিয়েছিলেন বলেই মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল এবং বাঙ্গালী জাতি স্বাধীনতা অর্জন করে। মুক্তিযুদ্ধ কিভাবে সংগঠিত হবে এবং জাতি কিভাবে মুক্তি লাভ করবে ৭ই মার্চের ভাষণ তার দিকনির্দেশনা হিসেবে কাজ করেছে বলেও তিনি তার বক্তব্যে উল্লেখ করেন। বঙ্গবন্ধুর আদর্শ এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ব্রিটেনে জন্ম নেয়া তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের নিরলস শ্রম এবং সাহসী ভুমিকার ভূয়সী প্রশংসা করেন।আলোচনা সভায় উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বঙ্গবন্ধু কে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। আলোচনা সভা শেষে যুক্তরাজ্য ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সদ্য প্রয়াত মাহমুদুল হাসান ভূঁইয়া রাজীবের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া প্রার্থনা করেন। অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মজুমদার মিয়া, আবু তালেব আল মামুন, যুক্তরাজ্য ছাত্রলীগের সহ সভাপতি সারোয়ার কবির, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম জামাল, নাজমুল ইসলাম ইমন, সাংগঠনিক সম্পাদক মোঃ শিহাব উদ্দিন, লন্ডন মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সালাহ উদ্দিন কাদের রুবেল, যুক্তরাজ্য স্বেচ্ছা সেবকলীগ নেতা আহমেদ হোসেন, যুক্তরাজ্য ছাত্রলীগ নেতা ফরহাদ হোসেন, যুক্তরাজ্য বঙ্গবন্ধু ছাত্র পরিষদ নেতা রফিকুল ইসলাম হীরা প্রমুখ।