1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
বঙ্গবন্ধুর নাতনী টিউলিপ সিদ্দিকসহ রুশনারা ও রুপা অাবারও জয়ী - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর নাতনী টিউলিপ সিদ্দিকসহ রুশনারা ও রুপা অাবারও জয়ী

  • Update Time : শুক্রবার, ৯ জুন, ২০১৭
  • ৪২৪ Time View

আমিনুল হক ওয়েছ লন্ডন থেকে- : বেশ বড় ব্যবধানেই নির্বাচনে আবারও জয়ী বঙ্গবন্ধুর নাতনী টিউলিপ সিদ্দিক। ভোট গণনা কেন্দ্র কেমডেনের সমার্সটাউন স্পোর্টস সেন্টারে লন্ডনের হ্যামস্টেড ও কিলবার্ন আসনের ভোট গণনায় দেখা যায় অধিকাংশ ব্যালটই বেরিয়ে আসছে টিউলিপের। ভাই রেদোয়ান সিদ্দিক ববি, বোন আজমিনা সিদ্দিক রুপন্তিসহ লেবার এজেন্টরা ঘুরে ঘুরে দেখছেন ভোট গণনা, আর খুশির ঝিলিক বয়ে যাচ্ছে তাদের চেহারায়। ভোট সেন্টারে আছেন টিউলিপের মা শেখ রেহানাও। ঘুরে ঘুরে দেখছেন ভোট গণনা, কথা বলছেন মেয়ের সমর্থকদের সাথে। সবার চেহারায়ই খুশির ঝিলিক। সর্বশষ ফল জানাো হয় টিউলিপই হচ্ছেন আবার হ্যামস্টেড ও কিলবার্নের এমপি। উল্লেখ্য, ২০১৫ সালের নির্বাচনে প্রথম এমপি হিসেবে হাউস অফ কমন্সে প্রবেশ করেন টিউলিপ সিদ্দিক। পার্লামেন্টে প্রবেশের পর পরই লেবার পার্টির উদীয়মান তারকাখ্যাতি পান বাংলাদেশী বংশোদ্ভূত বাংলাদেশের জনকের নাতনী এই ব্রিটিশ এমপি। ব্রিটেনের বিভিন্ন জাতীয় ইস্যুতে পার্লামেন্টে তাঁর ঝাঁঝালো বক্তব্য সেরা দশ বক্তার খ্যাতিও এনে দেয় টিউলিপকে।
এদিকে টিউলিপ সিদ্দিকির বিজয়ের খবরে বাঙ্গালি কমিউনিটির মধ্যে আনন্দের বণ্যা দেখা দিয়েছে। বাংলাদেশে এখবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দেশবাসী আনন্দিত হয়েছেন।এদিকে অপর দুই বাঙ্গালী রুশনারা আলী ও রূপা হক এর বিজয়ী হওয়ার ফলাফল আগেই প্রকাশিত হওয়ায় বাঙ্গালী কমিউনিটিতে আনন্দের বণ্যা দেখা দিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com