স্টাফ রির্পোটার/ কলকলিয়া ইউনিয়ন প্রতিনিধি ঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জগন্নাধপুর ডিগ্রী কলেজ ও শাহজালাল মহাবিদ্যালয়ের উদ্যোগে আজ মঙ্গলবার আলোচনা সভা, প্রতিকৃতিতে পুস্প স্তবক অর্পন ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে।
জগন্নাথপুর ডিগ্রী কলেজ ঃ জগন্নাথপুর ডিগ্রী কলেজের উদ্যোগে প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্প স্তবক অর্পন শেষে কলেজের অধ্যক্ষ আব্দুর নূরের সভাপতিত্বে ও প্রভাষক মুহাম্মদ নিয়াজ রহমানের পরিচালনায় কলেজ মিলনায়তে আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে বক্তব্য রাখেন কলেজের প্রভাষক জাহিদুল ইসলাম, অশেষ কান্তি দেব প্রমুখ।
শাহজালাল মহাবিদ্যালয় ঃ মঙ্গলবার দুপুর ১২ টায় জগন্নাথপুর উপজেলার শাহজালাল মহাবিদ্যালয়ের উদ্যোগে কলেজের মিলনায়তনে অধ্যক্ষ আব্দুল মতিনের সভাপতিত্বে ও একাদশ শ্রেনীর ছাত্রী লিজার পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান শিক্ষানুরাগী কলেজ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ সিরাজুল ইসলাম । অন্যান্যো বক্তব্য রাখেন প্রভাষক এনামুল কবির, আবু তাহের রানা, মাহমুদ সুলতান, শিক্ষার্থী তোফায়েল বিন আইয়ুব, হোসেন আহমদ, জহিরুল ইসলাম, আনোয়ার হোসেন, অপু দাশ, জরনা আক্তার, তানিয়া বেগম, পাপিয়া সুলতানা, কনিকা বৈদ্য, সাদিয়া ইসলাম, মাহবুবা বেগম, মামুন, কামাল, কাওছার, কল্লোল আনজুম রাইদা প্রমুখ ।
Leave a Reply