স্টাফ রিপোর্টার:: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আগামী ১ জানুয়ারি সাপ্তাহিক ছুটির দিনেই বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ উৎসব করবে।
সোমবার বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। অন্যদিকে, শিক্ষা মন্ত্রণালয় এ উৎসব পালন করবে ২ জানুয়ারি।
১ জানুয়ারি সকাল ১০টায় রাজধানীর মিরপুর-২-এর ন্যাশনাল বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দিয়ে উৎসবের উদ্বোধন করবেন।
এর আগে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সংবাদমাধ্যমকে বলেছিলেন, ১ জানুয়ারি সাপ্তাহিক ছুটি থাকায় ২ জানুয়ারি পাঠ্যপুস্তক বিতরণ উৎসব করবে শিক্ষা মন্ত্রণালয়।এবার প্রাথমিক স্তরে সারাদেশে মোট দুই কোটি ২৩ লাখ ২২ হাজার ৪২৮ জন শিক্ষার্থীর জন্য ১০ কোটি ৮৭ লাখ ১৯ হাজার ৯৯৭টি বই বিতরণ করা হবে।এ ছাড়া প্রাক-প্রাথমিকের ৩২ লাখ শিক্ষার্থীকে তিন কোটি ২৮ লাখ ৮ হাজার ৫৩টি বই ও অনুশীলন খাতা দেওয়া হবে। জগন্নাথপুরসহ সারা দেশে ইতিমধ্যে উপজেলা পর্যায়ে পাঠ্যবই পৌঁছে গেছে। জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জয়নাল অাবেদিন জানান, বই উৎসবের জন্য আমরা প্রস্তুত ইতিমধ্যে উপলোর সবকটি বিদ্যালয়ের শিক্ষাথীদের হাতে বই তুলে দিতে প্রস্তুত। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী জগন্নাথপুরে শিক্ষাথীরা বিনামুল্যে পাঠ্যবই সঠিক সময়েই পাবে।