Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ফ্রান্স আওয়ামীলীগের সভা অনুষ্টিত

ফ্রান্স প্রতিনিধি – সাম্প্রতিক ফ্রান্স আওয়ামীলীগের পদলোভী কিছু নেতার মিথ্যা বানোয়াট অপ প্রচারের বিরুদ্ধে এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান অর্থ পাচারের মামলায় সাত বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকা জরিমানা করে হাইকোর্টের রায় দেয়া উপলক্ষে গতকাল ফ্রান্স আওয়ামীলীগের উন্মুক্ত আলোচনা সভা অনুষ্টিত হয়।

ফ্রান্সের রাজধানী প্যারিসের গার্দনডে প্যারিসিয়ান ক্যাফে রেষ্টুরেন্টে ফ্রান্স আওয়ামীলীগের সভাপতি মহসিন উদ্দিন খান লিটন বলেন ফ্রান্স আওয়ামীলীগের কতিপয় নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে দলীয় নেতা কর্মীদের বিভ্রান্ত করতে দলের নবগঠিত কমিটি সম্পর্কে অসত্য বানোয়াট মনগড়া বক্তব্য উপস্থাপন করে দলে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছেন।এসময় তিনি বলেন সর্বইউরোপ আওয়ামীলীগের সম্মানিত নেত্রীবৃন্দের সাথে যোগাযোগ করে ফ্রান্স আওয়ামীলীগ মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত সকল কর্মসুচি পালন করছে।যা বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটি অবগত রয়েছে।যা ইতিমুধ্যে বাংলাদেশ টেলিভিশন সহ দেশের ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার হয়েছে।ফ্রান্স আওয়ামীলীগের সকল নবীন ও প্রবীন নেতাকর্মীদের সমন্বয়ে অচিরেই ফ্রান্স আওয়ামীলীগের পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হবে যা বাংলাদেশ আওয়ামীলীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন।এব্যাপারে তিনি ফ্রান্স আওয়ামীলীগের সকল নেতা কর্মিদের এ সকল অপপ্রচারকারীদের ব্যাপারে সজাগ থাকার আহব্বান জানান।তিনি সম্প্রতি সময়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান অর্থ পাচারের মামলায় সাত বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকা জরিমানা করে হাইকোর্টের রায়কে একটি যুগান্তকারী রায় বলে উল্লেখ করেন।

এসময় সাধারন সম্পাদক দিলোওয়ার হোসেন কয়েছ তার বক্তব্যে বলেন ফ্রান্স আওয়ামীলীগকে দুর্বল করতে ফ্রান্সের কতিপয় পদলোভী নেতা দলীয় কর্মিদের নিকট থেকে বিতাড়িত হয়ে দলের বিরুদ্দে অপপ্রচারে লিপ্ত রয়েছেন।তারা তাদের পদ পদবীর জন্য মরিয়া হয়ে সর্বইউরোপের নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের লিপ্ত রয়েছেন।তাদের এহেন কার্য্যকলাপের বিরুদ্দে সময়মত দলীয় গঠনতন্ত্র আনু্যায়ী ব্যাবস্থা নেয়া হবে।

এসময় তিনি দুর্নীতির বরপুত্র তারেক রহমানের বিরুদ্ধে বাংলাদেশের আদালত যে সাজা দিয়েছে তা অভিলম্বে কার্যকর করার জন্য তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামীলীগ নেতা আসফুল ইসলাম. হাসান সিরাজ.জসিম উদ্দিন ফারুক. ফয়ছল উদ্দিন.মিজান সরকার.আজম খান.মোতালেব হোসেন.আজিজুর রহমান.আসাদুজ্জামান সুমন. যুবনেতা আজমল হোসেন.কামাল আহমদ.লাবু চৌধুরী ছাত্রনেতা শেলিম আল দীন তাজ উদ্দিন সহ প্রমুখ

Exit mobile version