জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: ফ্রান্সে সিলেটের গোলাপগঞ্জ এক প্রবাসী গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে ওই প্রবাসীর নাম মুহাম্মদ জাবের আহমদ বলে জানা যায়। আহত জাবেরের বাড়ি সিলেটের গোলাপগঞ্জে বলেও জানা যায় ফ্রান্স প্রবাসীদের বিভিন্ন ফেসবুক পেইজের মাধ্যমে।
অল ইউরোপিয়ান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহির নিশ্চিত করেন যে, স্থানীয় সময় সোমবার প্যারিসের অদূরবর্তী সার্সেল গারে এ হামলার ঘটনা ঘটে।
প্রবাসীদের ফেসবুক পেইজ থেকে আরো জানা যায়, সকালে নিজ কর্মস্থলে আফ্রিকান সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আহত হন জাবের। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও অ্যাম্বুলেন্স এলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে স্থানীয় গনেশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা শেষে তাকে বিশ্রামের জন্য বাসায় থাকার পরামর্শ দিয়েছেন।
এ ঘটনায় প্যারিস বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে। অল ইউরোপিয়ান প্রেস ক্লাবের পক্ষ থেকে এ ঘটনার নিন্দা জানিয়ে প্রতিবাদ করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক আবু তাহির।
Leave a Reply