জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ফ্রান্সের লিলে শহরে বন্দুকধারীর গুলিতে এক শিশুসহ অন্তত তিনজন আহত হয়েছে।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আরটি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে লিলে শহরের মেট্রো স্টেশনে এ ঘটনা ঘটে। তবে পুলিশ ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করছে না।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারা অন্তত পাঁচটি গুলির শব্দ শুনেছেন। আহতদের মধ্যে ১৪ বছর বয়সী এক শিশু পায়ে গুলিবিদ্ধ হয়েছে। আরেকজনের ঘাড়ে গুলি লেগেছে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই বন্দুকধারী কেন গুলি চালিয়েছিল তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। ঘটনার পরপরই ওই এলাকা ঘিরে ফেলে পুলিশ। তবে তার আগেই পালিয়ে যায় বন্দুকধারী।