বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর.হাছান মাহমুদ এমপির সাথে শুভেচ্ছা বিনিময় করেছে ফ্রান্সে আওয়ামী যুবলীগ।
মঙ্গলবার তথ্যমন্ত্রী প্যারিস পৌঁছিলে তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন সেখানকার যুবলীগ নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, ফ্রান্স আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ সেলিম, ফ্রান্স আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এম এ কাশেম, ফ্রান্স আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ, ফ্রান্স আওয়ামী লীগের সহ সভাপতি মঞ্জুরল হাসান চৌধুরী সেলিম, প্যারিস নগর আওয়ামী লীগের যুগ্ন- সাধারণ সম্পাদক আজমল হোসাইন প্রমুখ।
অন্যানেদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রীস যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম কামরুল হাসান সেলিম, ফ্রান্স যুবলীগ নেতা ইমরান আহমেদ, সেলিম আল দ্বীন জুবায়ের আহমদ শিশু, রনি, জগন্নাথপুর উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক আজহারুল হক ভূঁইয়া, ফ্রান্স যুবলীগের অন্যতম নেতা দবীর আহমদ, শহিদুর রহমান ইসলাম, ইমন প্রমুখ।