জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক::ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় নাইস শহরের বাস্তিল অনুষ্ঠান চলাকালীন সাধারণ জনতার ওপর ট্রাক হামলায় নিহতের সংখ্যা বেড়েছে। সর্বশেষ খবর অনুযায়ী নিহতের সংখ্যা ৮০। এ খবর জানিয়েছে টেলিগ্রাফ, রয়টার্স, দ্য গার্ডিয়ান, ইউএস টুডে ও আল-জাজিরা। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০০।
আহত-নিহতদের মধ্যে অনেক শিশু ও নারী রয়েছে। এটা একটি সন্ত্রাসী হামলা বলে ইতিমধ্যে পুলিশ চিহ্নিত করেছে। কেননা যে ট্রাক নিয়ে হামলা করা হয় সেটা ভর্তি গোলাবারুদ ছিল। ট্রাক হামলার পাশাপাশি চালক নিজেও জনতার ওপর ধারাবাহিক গুলি করছিলেন। যদিও তিনি পরে গুলিতে নিহত হন।
জানা যায়, চালক হঠাৎই দূরপাল্লার ভারী ট্রাকটিকে জনগণের ওপর উঠিয়ে দেয় এবং এলোমেলো গতিতে মানুষের ওপর দিয়ে প্রায় দুই কিলোমিটার পর্যন্ত চালিয়ে নিয়ে যায়। যার নিচে প্রায় শ’খানেক মানুষ চাপা পড়ে। এখন পর্যন্ত ৮০ জন নিহত ও ১০০ জন আহতের খবর পাওয়া গেছে।