স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর সমাজ কল্যাণ ঐক্য পরিষদ ফ্রান্স’র উদ্যোগে পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে আলোচনাসভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (২৬ এপ্রিল) ফ্রান্সের একটি শহরে অস্থানীয় কার্যালয়ে সংগঠনের সভাপতি শেখ কদ্দুছ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিলাদ মজুমদার, সহ সম্পাদক ইকবাল হোসেন এবং হোসাইন আহমদ খানের যৌথ পরিচালনায় এতে বক্তব্য দেন সোহেল মিয়া, শাহ আলম, গোলাপ আজম, চুনু মিয়া, খলিলুর রহমান, রেজুওয়ান আহমদ, হাফিজুর রহমান, ফজলু মিয়া, রকিব আহমদ, কবির মিয়া, তাহের আমিন, জিয়াউল হক, সাহাবুদ্দিন, জাকের, রাসেল, মিনহাজ, মইনুল, মিফতাহ খান, সুজেল খান, আবু বক্কর সিদ্দিক, শাহিন, ফিরোজ, জামিল, শরিফ, জাবেদ, তালেব, মাহবুব, ছবর, হাবীব, মিছবা, তাজুল, জুয়েল, সায়ান, কিরন ও সাবুল।